গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনার পর স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর নামে একটি ফেক বা এআই-নির্ভর অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সম্প্রতি ফেসবুকে ভাইরাল হওয়া এই অডিওটিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পূর্ণ ভুয়া বলে দাবি করেছে।
শনিবার (৩০ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান স্বাক্ষরিত এক প্রতিবাদলিপিতে জানানো হয়, অডিওটি কৃত্রিমভাবে তৈরি এবং এটি কোনোভাবেই স্বরাষ্ট্র উপদেষ্টার আসল কণ্ঠ নয়। যারা উপদেষ্টার প্রকৃত কণ্ঠস্বর সম্পর্কে জানেন, তারা সহজেই বুঝতে পারবেন যে এটি সম্পূর্ণ মনগড়া।
অডিওটিতে স্বরাষ্ট্র উপদেষ্টার নামে ভিপি নুরের প্রসঙ্গে এক অজ্ঞাতনামা পুলিশ কর্মকর্তাকে নির্দেশনা দেওয়ার কথোপকথন শোনা যায়। বিভিন্ন ফেক ফেসবুক আইডি থেকে ছড়ানো এই ২৫ সেকেন্ডের ভুয়া অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তি তৈরি করছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে জনশৃঙ্খলা বিঘ্নিত করার চেষ্টা আইনবিরুদ্ধ। এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষ প্রকৃত তথ্য থেকে বঞ্চিত হচ্ছেন এবং সমাজে গুজব ছড়িয়ে পড়ছে।
প্রতিবাদলিপিতে আরও বলা হয়, যারা এই ধরনের ভুয়া অডিও তৈরি ও ছড়িয়ে দিচ্ছে, তাদের চিহ্নিত করে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে, সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া কনটেন্ট তৈরি ও প্রচারের বিরুদ্ধে সকলকে সতর্ক করা হয়েছে।