বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
spot_img
শিরোনাম

“সোনারগাঁয়ে মাইক্রোবাস ছিনতাইয়ে ২ ছিনতাইকারী গ্রেপ্তার, একাধিক মামলা রয়েছে”

অনলাইন ডেস্ক

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী সমন্বয়কদের মাইক্রোবাস ছিনতাইয়ের ঘটনায় দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারী।

গ্রেপ্তার হওয়া দুইজন হলেন—সোনারগাঁ উপজেলার পিরোজপুর এলাকার বিল্লাল হোসেন ও ঘটনার স্থানের কাছাকাছি গ্রামের মোবারক হোসেন।

ওসি আব্দুল বারী জানান, সমন্বয়কদের মাইক্রোবাস আটকে ছিনতাইয়ের পর পুলিশ অভিযান চালিয়ে দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। তারা চিহ্নিত ছিনতাইকারী এবং একাধিক ছিনতাই মামলায় অভিযুক্ত। আসামিদের আদালতে পাঠানো হয়েছে।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ