বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
spot_img
শিরোনাম

সুবিধা বঞ্চিত মানুষের পাশে চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট

নিজস্ব প্রতিবেদক

মাসব্যাপী অসহায় নিম্নবিত্ত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে রেড ক্রিসেন্ট চট্টগ্রাম জেলা এর মানবসেবী স্বেচ্ছাসেবকরা সেই প্রথম রমজান থেকে অদ্যবধি ইফতার বিতরণ করে চলেছে।

পবিত্র মাহে রমজান উপলক্ষে মাসব্যাপী কার্যক্রমের ২২তম দিনে ২ এপ্রিল বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম জেলা ইউনিট এর ব্যবস্থাপনায় ব্রাঞ্চ পর্যায়ে শ্রমিক, রিকশাচালক ও সুবিধাবঞ্চিত, নিরাপত্তা প্রহরী, বৃদ্ধ, পঙ্গু রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম জেলা ইউনিটের যুব প্রধান কৃষ্ণ দাশ, প্রশাসন, সাংগঠনিক ও নিয়োগ বিভাগীয় প্রধান অভিষেক চৌধুরী, প্রশিক্ষণ ও সহ শিক্ষা বিভাগীয় প্রধান প্রিয়ন্ত পাল, আইসিটি মিডিয়া ও কমিউনিকেশন বিভাগীয় প্রধান আবদুর রহমান অপি, মুক্তদল সদস্যরা ও যুব স্বেচ্ছাসেবকরা।

একই দিনে চন্দনাইশ উপজেলায় সুবিধাবঞ্চিত, বৃদ্ধ, পঙ্গু রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করে উপজেলা যুব স্বেচ্ছাসেবকরা।

যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম জেলার যুব প্রধান কৃষ্ণ দাশ জানান, পবিত্র সিয়াম সাধনার এই মাসে চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় এবং শ্রেনী পেশার মানুষের সাথে ইফতার বিতরণ ও ইফতার করার কার্যক্রম চলমান থাকবে এবং আমরা সেহেরী বিতরণ কার্যক্রম সহ বিবিধ কার্যক্রম রয়েছে।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ