বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
spot_img
শিরোনাম

সুইজারল্যান্ডে ড. ইউনূসের ৪৭টি অনুষ্ঠানে অংশগ্রহণ

অনলাইন ডেস্ক

চার দিনের সরকারি সফর শেষে সুইজারল্যান্ড থেকে দেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (২৫ জানুয়ারি) বিকেল ৫টা ৭ মিনিটে তাকে বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে, শুক্রবার (২৪ জানুয়ারি) সুইজারল্যান্ড সময় রাত ৯টা ৫০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ড. ইউনূস ও তার সফরসঙ্গীরা জুরিখ আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।

ড. ইউনূসের এই সফরে তিনি সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) বার্ষিক সভা এবং অন্যান্য উচ্চ পর্যায়ের পার্শ্ব ইভেন্টে অংশ নেন। তিনি কমপক্ষে ৪৭টি অনুষ্ঠানে যোগ দেন। এসব অনুষ্ঠানের মধ্যে সরকার ও রাষ্ট্রপ্রধানদের সঙ্গে ৪টি, মন্ত্রী পর্যায়ের ব্যক্তিদের সঙ্গে ৪টি, জাতিসংঘের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে ১০টি, সিইও ও ব্যবসায়ী নেতাদের সঙ্গে ১০টি, ডব্লিউইএফ আয়োজিত ৯টি অনুষ্ঠান এবং গণমাধ্যমে অংশগ্রহণের ৮টি অনুষ্ঠান ছিল।

ড. ইউনূস ২০ জানুয়ারি রাত ৮টায় ঢাকা থেকে সুইজারল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেন এবং ২১ জানুয়ারি বিকেল ৫টা ২০ মিনিটে সুইজারল্যান্ড পৌঁছান।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ