চট্টগ্রামের সীতাকুণ্ডে ৭ মামলার আসামিকে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার গভীর রাতে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ঘোড়ামাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামি মোঃ হান্নান (৩৪) স্থানীয় ৮নং সোনাইছড়ি ইউনিয়নের ঘোড়ামাড়া কবির সওদাগর বাড়ীর মোঃ নুর মিয়ার পুত্র।
সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, পুলিশের বিশেষ অভিযানে আসামির দেহ তল্লাশী করে ১টি দেশীয় তৈরী ওয়ান শুটার গান, ১টি কার্তুজ জব্দ করা হয়।
তিনি বলেন, আটকের পর আসামী স্বীকার করে সে দীর্ঘদিন যাবৎ অবৈধ অস্ত্র বেচাকেনা ও বিভিন্ন অপরাধ মূলক কর্মকাণ্ড করে আসছে।