বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
spot_img
শিরোনাম

সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

নিজস্ব প্রতিবেদক, সীতাকুণ্ড

সীতাকুণ্ডে নিজের মোটরসাইকেল মেরামত করতে গ্যারেজে নিয়ে যাওয়ার পথে দুর্ঘটনায় নিহত হয়েছে মোঃ ইয়াছিন আলী মুন্না (২২) নামে এক যুবক।

বৃহস্পতিবার (১৪ মার্চ) দুপুর ১১টার সময় উপজেলার বার আউলিয়ার ফুলতলা এলাকায় মহাসড়কে এ ঘটনা ঘটে।

নিহত মুন্না কুমিরা ইউনিয়নের নিউ রাজাপুর গ্রামের সৈয়দ সেরাং বাড়ির মোহাম্মদ আলীর ছেলে।

বিষয়টি নিশ্চিত করে নিহতের পিতা মোহাম্মদ আলী বলেন, সকালে আমার ছেলে নিজের মোটরসাইকেল মেরামত করতে যাওয়ার সময় ফুলতলা এলাকার হাফিজ জুট মিলসের সামনে মহাসড়কের চট্টগ্রামমূখী সড়কে একটি পিকআপ ভ্যানের ধাক্কায় গুরুত্বর আহত হয়। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

এব্যাপারে বার আউলিয়া হাইওয়ে থানার ওসি খোকন চন্দ্র ঘোষ বলেন, পিকআপের সাথে সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী আহত হলে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। গাড়ি দুইটি আটক করা হয়েছে। এব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

 

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ