সীতাকুণ্ড পৌরসভার পূর্ব মহাদেব পুর,রফিক সর্দার বাড়ি খালেদ খান মেয়ে আয়শা খাতুন ও তার মা খুকি জামাতাকে শাশুড় বাড়িতে দাওয়াত দিয়ে সন্ত্রাসী দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। জামাতা সীতাকুণ্ড উপজেলার মুরাদপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড গুলিয়া খালি গ্রামের মৃত আব্দুল কাদের ছেলে মোঃ রিয়াজ (২৫) সাংবাদিকদের জানান গতকাল রবিবার ১৪ জুলাই আমার স্ত্রী আয়েশা দাওয়াত দিলে সন্ধ্যা ৭টা নাস্তা নিয়ে রিকশা যোগে শাশুড় বাড়ির ঘাটায় নাছির সর্দার বাড়ি সামনে গেলে আমার স্ত্রী আয়েশা ও শাশুড়ি খুকি ২ জন সন্ত্রাসী নিয়ে পূর্ব থেকে উৎ পেতে রয়েছে।
রিকশা নিয়ে বাড়ির ঘাটায় গেলে আমার উপর সন্ত্রাসী হামলা চালায় লৌহার রড ,লাটি, চুরি আজ্ঞাত করে রিকশা চালক কে মারধর করে বলে অভিযোগ করেছেন। রিয়াজ কে স্থানীয় লোকজন উদ্ধার করে সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা করা হয়। ১৫ জুলাই ২০২৪ইং তারিখে সীতাকুণ্ড থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এইদিকে রিয়াজ এর স্ত্রী আয়েশা জানান রিয়াজ মাদক সেবন করে আমার বাড়িতে আসার পথে আমার বাড়ির ঘাটায় নেমে মাতলামি করছিল। বৃষ খেয়ে আত্মহত্যা করবে হুমকি ধামকি দিচ্ছেন।
আমার ঘরে প্রবেশ করে আমাকে আমার মা কে মারধর করে গুন্ডা পান্ডা দিয়ে। রিয়াজ এক পর্যায়ে বিশ খেয়ে পেলে। আমি তাকে উদ্ধার করে সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চিকিৎসা দেয়া ও পুলিশ কেইস সার্টিফিকেট দেয়। এই ঘটনায় সীতাকুণ্ড থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এই ঘটনায় সীতাকুণ্ড থানায় তদন্ত কর্মকর্তা সোলায়মান জানান আমি কিছু জানিনা।