বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
spot_img
শিরোনাম

সীতাকুণ্ডে গাড়ী ভর্তি বিদেশী মদসহ আটক এক

নিজস্ব সংবাদদাতা, সীতাকুণ্ড

চট্টগ্রামের সীতাকুণ্ডে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের বিপুল পরিমাণ মদসহ এক জনকে আটক করেছে পুলিশ।

সোমবার ভোর রাতে উপজেলার পৌর সদরের শেখপাড়ায় চট্টগ্রামমূখী সড়কে অভিযান চালিয়ে একটি পিকআপ ভ্যান থেকে ১৭২ বোতল মদসহ মোঃ আবদুল্লাহকে (২৬) আটক করা হয়।

সে ফেনী জেলার ছাগলনাইয়া মধ্যম মটুয়া রাধা নগর এলাকার মোঃ রিয়াজ উদ্দিনের পুত্র। এসময় মাদক চোরাচালানে নিয়োজিত একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়। উদ্ধার করা পিকআপ ও মদ এর মূল্য প্রায় ২০ লক্ষ টাকা।

সীতাকুণ্ড থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামাল উদ্দিন পিপিএম বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামির বিরুদ্ধে মাদক মামলা দায়ের পূর্বক আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ