সীতাকুণ্ডে কৃষক দলের উদ্যোগে ২৭ আগষ্ট রোজ মঙ্গলবার সকাল ১১টা বারৈয়ারহাট পৌরসভার ১নং ওয়ার্ড হিঙ্গুরিয়া এলাকায় তিন শত পেকেট বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব লায়ন আসলাম চৌধুরী নির্দেশনায় বন্যা দুর্গত এলাকায় কৃষক দলের উদ্যোগে ত্রাণ বিতরণ করা হয়।
এই সময়ে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন সাবেক মিরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক বদরুল আলম বদরুল, সীতাকুণ্ড উপজেলা কৃষক দলের ভারপ্রাপ্ত সভাপতি মুজাম্মেল হক, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মোঃ মহিউদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা কৃষক দলের সাবেক যুগ্ম সম্পাদক মোঃ বেলাল, কৃষক দলের ভাটিয়ারী ইউনিয়ন সভাপতি অছিউদ্দিন, বাঁশবাড়িয়া ইউনিয়ন সভাপতি আবুল কাশেম, কুমিরা ইউনিয়ন সাধারণ সম্পাদক মোঃ জাবেদ, মোঃ নাছির উদ্দিন, মোঃ খায়ছার প্রমূখ।
কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক বদরুল আলম বদরুল বলেছেন ১৫ বছর ধরে আওয়ামীলীগ ত্রাণ লুটপাট করেছে। বর্তমান সরকারের আমলে জনগণের পকেট থেকে টাকা দিয়ে তহবিল গঠনের মাধ্যমে ত্রাণ বিতরণ করেন।