সীতাকুণ্ডে বিবি খাদিজা ওরফে পুতুল বেগম (৫০) মহিলা আত্মহত্যা করে। সোমবার সকালে বাড়বকুণ্ড ইউনিয়নের মধ্যম মাহমুদাবাদ ফকির বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত পুতুল বেগম জহিরুল ইসলামের স্ত্রী।
থানা সূত্রে জানাগেছে, রাতের যেকোনো সময় নিজ ঘরের তীরের সাথে রশি লাগিয়ে ফাঁসিতে ঝুলে পড়ে। সকালে ঘরের দরজা খোলা দেখে তার ছোট ছেলে আব্দুল আজিজ সায়েম মায়ের ঘরে প্রবেশ করেন।এরপর মায়ের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে চিৎকার করে আশপাশের প্রতিবেশী জড় হয়। পরে প্রতিবেশীরা ছুটে এসে বিষয়টি দেখার পর স্থানীয় ইউপি সদস্যকে অবহিত করেন।তিনি বিষয়টি থানা পুলিশকে জানালে তারা ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করেন। সে ছেলেদের জন্য ও সংসার খরচের জন্য বেশ কয়েকটি এনজিও সংস্থা থেকে কিস্তির টাকা নিয়েছিল। আজ দুটি এনজিও সংস্থার কিস্তির টাকা দেওয়ার তারিখ ছিল। কিস্তির টাকা নিয়ে রাতে ভাগিনা আব্দুল আজিজের সাথে কথা কাটাকাটি হয়েছিল তাঁর বোনের।
বাড়বকুণ্ড ইউপি চেয়ারম্যান ছাদাকাত উল্ল্যাহ মিয়াজী বলেন, নিহত ওই নারী একেবারেই হতদরিদ্র। আজ দুটি এনজিওর সংস্থার কিস্তি পরিশোধের কথা ছিল তার। কিস্তির টাকা জোগাড় করতে না পারায় মানসিক চাপে পড়ে ঐ মহিলা আত্মহত্যা করেছে। পুলিশের সাথে কথা বলে নিহত এই নারীর মরদেহ দাফনের ব্যবস্থা করা হয়েছে।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন জানান, স্থানীয় জনপ্রতিনিধির খবরের ভিত্তিতে নিহত ওই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যের অনুরোধে বিনা ময়নাতদন্তে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্য মামলা দায়ের করা হয়েছে।