বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
spot_img
শিরোনাম

সীতাকুণ্ডে আমদানি করা লৌহ স্ক্র্যাপে অবিস্ফোরিত বোমা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক

সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বার আউলিয়া বিএস আর এম বিদেশ থেকে আমদানি কৃত লৌহর স্ক্র্যাপে অবিস্ফোরিত বোমা পাওয়া যায়। ৩০/১১/২০২৪ইং তারিখে। এই ঘটনায় সীতাকুণ্ড থানার একটি সাধারণ ডায়রি করে বিএস আর এম করতি পক্ষ এডমিন আসাদুজ্জামান বাদী হয়ে। সীতাকুণ্ড থানার ডায়রি নং ১৬৬৩ তারিখ ৩০/১১/২৪ইং।

অফিসার ইনচার্জ মজিবুর রহমান সীতাকুন্ড মডেল থানা জানান ,সাধারণ ডায়েরি নং-১৬৬৩,তাং-৩০/১১/২৪ ইং। সীতাকুন্ড থানাধীন বারআউলিয়া বিএসআরএম (রিসাইক্লিং) ইউনিটের কারখানার সিনিয়র এক্সিকিউটিভ এডমিন জনাব মোঃ আসহাদুল আলম সাং- বক্তপুর, ফজল আহমদ মাস্টার বাড়ি, থানা- ফটিকছড়ি, জেলা- চট্টগ্রাম, সীতাকুণ্ড থানায় হাজির হইয়া সূত্রোক্ত ডায়েরীর করার মাধ্যমে জানান যে , বর্ণিত কারখানার অভ্যন্তরে স্ক্র্যাপ বাছাইকালে ০১টি বোমা সাদৃশ্য বস্তু ৩০/১১/২৪ ইং সকাল ০৯:৩০ ঘটিকার সময় পাওয়া যায় । সাময়িক ভাবে তাহা পূর্বে অভিজ্ঞতা এর মাধ্যমে নিরাপদে চিহ্নিত করে রাখা হয়েছে ।

এমতাবস্থায় বোমা সদৃশ অবিস্ফোরিত বস্তুটি নিষ্ক্রিয় করার লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা করা একান্ত প্রয়োজন সীতাকুণ্ড থানার সহযোগিতা চাইলেন বিএস আর এম।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ