বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
spot_img
শিরোনাম

সিসিটিভি ফুটেজের ভিত্তিতে মন্দির চুরির আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

হাটহাজারীর চৌধুরীহাট বণিক পাড়ার মন্দির চুরির অভিযোগে ফতেয়াবাদ বড়দিঘির পাড় এলাকার খিল্লাপাড়ার হারুন মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার রাতে খিল্লাপাড়া রেললাইন এলাকা থেকে এসআই রূপন নাথের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

হাটহাজারী থানার উপ পরিদর্শক রূপন নাথ জানান, গ্রেফতারের সময় সিসিটিভি ফুটেজের ভিত্তিতে আসামির পরিচয় নিশ্চিত করা হয়। পুলিশ চুরির সময় আসামির পরিহিত গেঞ্জি ও নগদ টাকা উদ্ধার করেছে। সিসিটিভি ফুটেজে আসামির গেঞ্জি স্পষ্টভাবে চিহ্নিত হয়, যা মামলার গুরুত্বপূর্ণ আলামত হিসেবে উল্লেখযোগ্য।

আজ সকালে আসামি বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করেছেন। পুলিশ জানিয়েছে, জবানবন্দির মাধ্যমে যে তথ্য পাওয়া গেছে, তা আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মন্দির চুরির ঘটনায় স্থানীয় জনগণের মধ্যে যে উদ্বেগ তৈরি হয়েছিল, তা নিরসনে এই গ্রেফতার উল্লেখযোগ্য পদক্ষেপ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মামলার তদন্ত দ্রুত সম্পন্ন করে দোষীদের আইনের আওতায় আনার বিষয়ে আশ্বাস দিয়েছে পুলিশ।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ