বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
spot_img
শিরোনাম

সিরিয়ার গৃহযুদ্ধ শেষ, আসাদ সরকারের পতন, ইসরায়েলি হামলা জোরদার

অনলাইন ডেস্ক

ইসরায়েল সিরিয়ায় কৌশলগত টার্গেটে হামলা চালিয়েছে, যা ১৩ ডিসেম্বর শুক্রবার গভীর রাত পর্যন্ত চলেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, তেলআবিবের এই অভিযান সিরিয়ার রাজধানী দামেস্কসহ আশপাশের এলাকায় চালানো হয়েছে, যেখানে একাধিক বিস্ফোরণ ঘটে এবং সিরীয় সেনাবাহিনীর ঘাঁটি আক্রান্ত হয়। এছাড়া, ইসরায়েলের প্রতিরক্ষা বিভাগ সিরিয়ার বাফার জোনে অভিযান পরিচালনার ভিডিও ফুটেজ প্রকাশ করেছে।

ইসরায়েল এক বিবৃতিতে জানিয়েছে যে, তারা সিরিয়ায় প্রতিরক্ষামূলক মিশন পরিচালনা করছে। কৌশলগত পয়েন্টগুলোতে অস্ত্রসজ্জিত সেনা মোতায়েন করা হয়েছে এবং অ্যান্টি ট্যাংক মিসাইল, মিলিটারি ভেস্ট, গোলাবারুদসহ প্রয়োজনীয় সামরিক সরঞ্জাম সরবরাহ করা হয়েছে।

৮ ডিসেম্বর বিদ্রোহী যোদ্ধাদের ঝোড়ো অভিযানে বাশার আল-আসাদ সরকারের পতন ঘটেছে। এতে, আসাদ পালিয়ে রাশিয়ায় আশ্রয় নেন, যার মাধ্যমে ৫৩ বছর ধরে সিরিয়া শাসনকারী আসাদ পরিবারের শাসনের অবসান ঘটে। সিরিয়ার ১৩ বছরের গৃহযুদ্ধ এবং আসাদ পরিবারের স্বৈরশাসনের পরিসমাপ্তির পর, মধ্যপ্রাচ্যের রাজনৈতিক পটপরিবর্তন দেখা যাচ্ছে। আসাদ সরকারের পতনের পর থেকেই সিরিয়ায় ব্যাপক হামলা চালিয়ে যাচ্ছে নেতানিয়াহু প্রশাসন।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ