শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
spot_img
শিরোনাম

সিঙ্গেল লাইফেচিন্তা নেই, পিছুটান নেই: মোনালিসা

অনলাইন ডেস্ক

এক সময়ের জনপ্রিয় মডেল, অভিনেত্রী ও নৃত্যশিল্পী মোজেজাআশরাফ মোনালিসা। দীর্ঘদিনধরে যুক্তরাষ্ট্রে বসবাসকরছেনতিনি।তবেমাসকয়েকহলো দেশে ফিরেছেন। আপাততপারিবারিকআবহেসময়কাটছেতার। পাশাপাশিবিভিন্নগণমাধ্যমে নিজেরক্যারিয়ার ও ব্যক্তিজীবন নিয়েকথাবলছেন এ অভিনেত্রী।
ঈদুলআজহাকে কেন্দ্র করেএকটিগণমাধ্যমেরঅনুষ্ঠানেহাজিরহন মোনালিসা। সেখানে ঈদ ও ক্যারিয়ারেরবিভিন্নবিষয়েকথাবলেছেনতিনি। আর সেখানেইজানালেন, সিঙ্গেল লাইফে বেশভালোআছেন, খারাপলাগছেনাতার।
মোনালিসাবলেন, সিঙ্গেল লাইফ ইজ রিয়েলি গুড। কোনোচিন্তা-ঝামেলা নেই, পিছুটান নেই। নিজেকেনিয়ে ব্যস্ত থাকাযায়, খারাপলাগছেনা।
অনুষ্ঠানেবিয়েপ্রসঙ্গে জানতেচাইলে এ অভিনেত্রীবলেন, দায়িত্বটাআমিআমার দর্শকদেরওপর ছেড়েদিতেচাই। সবকিছুতারাইনির্ধারণকরুক, এটাইভালোহবে।
২০১২ সালে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক প্রবাসীফাইয়াজশরীফের সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ হনঅভিনেত্রী মোনালিসা। বিয়েরপরেরবছর, অর্থাৎ ২০১৩ সালেনিউইয়র্ক পাড়িজমানতিনি। তবে সেইসংসারসুখেরহয়নিতার। বছরখানেকেরমাথায়বিচ্ছেদ হয়শরীফ-মোনালিসার। এরপর থেকে সিঙ্গেলই রয়ে গেছেন মোনালিসা।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ