বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
spot_img
শিরোনাম

নারী নিহত হাত পাকাতে গিয়ে পিকআপ চালনা সেই ঘাতক চালক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

ভিকটিম লাকি বেগম গত ১৯/০২/২০২৪ খ্রি. তারিখ সকাল অনুমান ০৭.৩০ ঘটিকায় তার বাসা থেকে  সিএনজি অটোরিক্সা যার রেজি নং-চট্টগ্রাম-থ- ১২-৩১৮২ করে তার মেয়ের বাসার উদ্দেশ্যে রওয়ানা করেন। উক্ত সিএনজি অটোরিক্সা করে একই তারিখ  সকাল অনুমান ০৮.২০ ঘটিকার সময় বায়েজিদ বোস্তামী থানাধীন আরেফিন নগর লিংক রোডস্থ সাজিনাস হসপিটাল এর সামনে রাস্তার উপর পৌঁছলে একজন অজ্ঞাতনামা মিনি ট্রাক চালক তার চালিত অজ্ঞাতনামা নম্বরের মিনি ট্রাকটি পিছন দিক থেকে দ্রুত ও বেপরোয়া গতিতে চালিয়ে ভিকটিমকে বহনকারী সিএনজি অটোরিকশাকে ধাক্কা দিয়ে দ্রুত গতিতে ঘটনাস্থল ত্যাগ করে। অজ্ঞাতনামা মিনি ট্রাকের ধাক্কায় ভিকটিমকে বহনকারী সিএনজি অটোরিকশাটি উল্টে যায়। এতে ভিকটিম লাকি বেগমের ডান চোখের ভ্রুয়ের উপরে, মুখের দুইপাশে, দুইকানে, বাম ও ডান কাঁধেসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম প্রাপ্ত হয়।

স্থানীয় লোকজন ভিকটিমকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যায় এবং পরবর্তীতে ভিকটিমের পরিবার তাকে উন্নত চিকিৎসার জন্য মেরিন সিটি মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার ভিকটিমকে পরীক্ষা নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন। বাদির এরূপ অভিযোগের প্রেক্ষিতে সিএমপি বায়েজিদ বোস্তামী থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়।

মামলার প্রেক্ষিতে তদন্তকারী অফিসার এসআই/ রাজীব পাল মামলার ঘটনাস্থল সহ আশেপাশের বেশ কিছু সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও পর্যালোচনা করেন। সড়ক দুর্ঘটনার ঘটনায় জড়িত সিসিটিভি ফুটেজে দৃশ্যমান পিক আপ (মিনি ট্রাক) ঢাকা মেট্রো-ঠ- ১১- ৮৮০৬ গাড়ীটি শনাক্ত করেন। রেজিস্ট্রেশন নাম্বারের সূত্র ধরে গাড়িটির বর্তমান হেফাজত কারী মো. সোহাগের অবস্থান চিহ্নিত করেন এবং অত্র থানাধীন টেক্সটাইল মোড় এলাকা থেকে বর্ণিত ট্রাকটি জব্দ করেন।

পরবর্তীতে সোহাগের দেওয়া তথ্যের ভিত্তিতে পিক আপ (মিনি ট্রাক) ঢাকা মেট্রো-ঠ- ১১- ৮৮০৬ গাড়ির চালক অভিযুক্ত মোহাম্মদ আল আমিনকে বায়েজিদ থানাধীন ছিন্নমূল আবাসিক এলাকা থেকে ০১/০৩/২০২৪ খ্রি.   গ্রেফতার করেন।

প্রাথমিক তদন্তকালে জানা যায় যে, বর্ণিত অভিযুক্ত মোহাম্মদ আল আমিন নগরীর শেরশাহ মোড় মুসা ট্রান্সপোর্টস্থ সোহাগের গ্যারেজের কর্মচারী। ঘটনার তারিখে গ্যারেজের অন্য একজন কর্মচারী জাহিদুল ইসলাম সোহেলকে সাথে নিয়ে অভিযুক্ত মো. আল আমিন জব্দকৃত মিনি ট্রাকটি সকাল অনুমান ৭.০০ ঘটিকার সময় গ্যারেজ থেকে বের করে সেটি দ্রুত ও বেপরোয়া গতিতে চালিয়ে মামলার ঘটনার তারিখ ও সময়ে এজাহার বর্ণিত সড়ক দুর্ঘটনা সংঘটিত করে।

অভিযুক্ত মোহাম্মদ আল আমিনের কোন ড্রাইভিং লাইসেন্স নেই। সে বেপরোয়া ও দ্রুত গতিতে জব্দকৃত পিক আপ গাড়ীটি চালিয়ে ঘটনাস্থলে দুর্ঘটনা ঘটায়। ফলশ্রুতিতে ভিকটিম লাকি বেগমের মৃত্যু ঘটে।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ