অফিসার ইনচার্জ চান্দগাঁও থানা জনাব মোঃ আফতাব উদ্দিন এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ ফয়সাল, এসআই (নিঃ) সুমন মিয়া, এসআই (নিঃ) নুরুল হাকিম সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ ইং ১৬/০২/২০২৫ তারিখ ভোর ০৫:৫০ ঘটিকার সময় চান্দগাঁও থানা এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করিয়া চান্দগাঁও থানার মামলা নং-১১, তারিখ-১৪/১১/২০২৪ইং, ধারা-১৪৩/১৪৭/১৪৮/১৪৯/৩২৪/৩২৬/ ৩০৭/১০৯/৩৪ পেনাল কোড-১৮৬০ তৎসহ ১৯০৮ সালের বিস্ফোরক উপাদানবলি আইনের ৩-ক এর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মামলার আসামী ১। মোঃ মুরাদ মিয়া (৩৮) পিতা-মৃত আবদুল মুবির @ লুখলাল মিয়া, মাতা-মৃত সাহেদা বেগম, সাং- নয়ানগর, ০৮নং ওয়ার্ড, আজমিরীগঞ্জ ইউপি, লুখলালের বাড়ি, থানা-আজমিরীগঞ্জ, জেলা-হবিগঞ্জ, বর্তমানে-সিএন্ডবি রোড, টেকবাজার পুল, মুরাদের বিল্ডিং এর নীচতলা, থানা-চান্দগাঁও, জেলা-চট্টগ্রাম, ২। রতন মিয়া @ আরজু (৪২), পিতা-মৃত আবদুল মুবির @ লুখলাল মিয়া, মাতা-মৃত সাহেদা বেগম, সাং- নয়ানগর, ০৮নং ওয়ার্ড, আজমিরীগঞ্জ ইউপি, লুখলালের বাড়ি, থানা-আজমিরীগঞ্জ, জেলা- হবিগঞ্জ, বর্তমানে-সিএন্ডবি রোড, টেকবাজার পুল, মুরাদের বিল্ডিং এর নীচতলা, থানা-চান্দগাঁও, জেলা-চট্টগ্রাম ও চান্দগাঁও থানার মামলা নং-১৫, তারিখ-১০/০৯/২০২৪ইং, ধারা-১৪৩/১৪৭/১৪৮/১৪৯/৩০৭/৩২৬/১০৯/৩৪ পেনাল কোড বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মামলার আসামী মোহাম্মদ জসীম উদ্দিন (৫২), পিতা-মৃত মোঃ হোসেন, মাতা-মৃত মাইমুনা বেগম, সাং-জলিল ফকিরের বাড়ী, খোয়াজ নগর, থানা-পটিয়া, জেলা-চট্টগ্রাম এবং চান্দগাঁও থানার মামলা নং-১৫, তাং-১৯/০৮/২০২৪ইং, ধারা-১৪৩/১৪৭/১৪৮/১৪৯/৩০২/৩৪ পেনাল কোড বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মামলার আসামী মোঃ মুরাদ মিয়া (৩৮) পিতা-মৃত আবদুল মুবির @ লুখলাল মিয়া, মাতা-মৃত সাহেদা বেগম, সাং- নয়ানগর, ০৮নং ওয়ার্ড, আজমিরীগঞ্জ ইউপি, লুখলালের বাড়ি, থানা-আজমিরীগঞ্জ, জেলা- হবিগঞ্জ, বর্তমানে-সিএন্ডবি রোড, টেকবাজার পুল, মুরাদের বিল্ডিং এর নীচতলা, থানা-চান্দগাঁও, জেলা-চট্টগ্রামদেরকে গ্রেফতার করা হয়।