বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
spot_img
শিরোনাম

সিএমপি’র আকবর শাহ্ থানার সিটি গেইট চেকপোস্টে তল্লাশী অভিযান, ০৮(আট) কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

সিএমপি’র পশ্চিম বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব নিহাদ আদনান তাইয়ান এর সার্বিক দিক-নির্দেশনায় এডিসি জনাব স্পিনা রানী প্রামাণিক ও পাহাড়তলী জোনের এসি জনাব মোঃ মঈনুর রহমান এর তত্ত্বাবধানে আকবার শাহ্ থানার অফিসার ইনচার্জ গোলাম রব্বানী এর নেতৃত্বে  আকবর শাহ্ থানার এসআই(নিঃ)/আশহাদুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ চেকপোস্ট-৪৪ (নৈশ) ডিউটি করাকালীন আকবরশাহ্ থানাধীন সিটি গেইট পুলিশ চেকপোস্ট সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পূর্ব পাশে শহীদ মিনারের সামনে পাকা রাস্তার উপর সিডিএম ট্রাভেলস নামীয় বাস, রেজিঃ নং-ঢাকা মেট্রো-ব-১৫-৬৯৪৭ এর যাত্রীদের তল্লাশী কালে ইং ২৯/০৪/২০২৪ তারিখ ২২.২০ ঘটিকায় ১ টি কালো রংয়ের ট্রাভেল ব্যাগ সহ কৌশলে বাস থেকে নেমে পালানোর সময় আসামি ইউসুফ আলী (৩৮) কে আটক করেন।

আটক পরবর্তী আসামির দেহ তল্লাশী পূর্বক তার হেফাজতে থাকা কালো রঙের ট্রাভেল ব্যাগের ভিতর নীল রঙের পলিথিনে কস্টেপ দ্বারা মোড়ানো ০৪(চার) প্যাকেট গাঁজা, প্রতি প্যাকেটে ২(দুই) কেজি করে মোট ০৮(আট) কেজি গাঁজা উদ্ধার পূর্বক সাক্ষীদের উপস্থিতিতে এসআই (নিঃ)/আশহাদুল ইসলাম ইং ২৯/৪/২৪ তারিখ ২২.৪০ ঘটিকায় জব্দ তালিকা মূলে জব্দ করেন।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু পূর্বক আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামির নাম ও ঠিকানা-

১। ইউসুফ আলী(৩৮), পিতা-রমিজ আলী, মাতা-আনোয়ারা বেগম, স্থায়ী ঠিকানা-বিষ্ণুপুর, মদ্দর আলী সরদার বাড়ি, থানা-মাধবপুর, জেলা-হবিগঞ্জ।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ