বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
spot_img
শিরোনাম

সিএমপির আকবরশাহ্ থানার অভিযানে চোরাই হওয়া কভার্ড ভ্যানের মালামাল উদ্ধার সহ গ্রেফতার-০৬

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম কর্ণফুলী থানাধীন শিকলবাহা এলাকার নতুন ব্রীজের নীচে মেসার্স কর্ণফুলী স্টীল এন্টারপ্রাইজ নামীয় স্ক্র্যাপের দোকান হইতে আকবরশাহ থানার এক বিশেষ অভিযান পরিচালনা করেন,এই অভিযানে  ছিলেন এসআই/টিটু নাথ, এসআই/এইচ এম ওয়াহিদুল্লাহ, এএসআই/এনামুল হক।

গত ২৭/০৩/২০২৪ তারিখ সকাল ১০:০০ ঘটিকা হইতে ২৮/০২/২০২৪ রাত ০৪:০০ ঘটিকা পর্যন্ত অভিযান করা হয়।

অভিযান পরিচালনা করিয়া চোরাই হওয়া কভার্ড ভ্যানের খন্ডিত খন্ডিত অংশ ও ০১টি পেনড্রাইভ, যাহাতে অত্র মামলার ঘটনা সংক্রান্তে ভিডিও ফুটেজ আছে,  ০১টি ডিভিআর মেশিন(সচল), যাহা হইতে পেনড্রাইভের মাধ্যমে ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে, এবং  ০১টি গ্যাস কাটিং মেশিন যাহাতে কাটার পাইপ সংযুক্ত,  ০৪টি এলপি গ্যাসের বোতল, ০১টি লোহার তৈরী লোহার ওজন মাপার স্কেল, ০১টি এওঢঢঊজ মোটর সাইকেল, যাহার রেজিঃ নং-চট্ট-মেট্রো-ল-২০-০৬৪৭ উদ্ধার ও ৬জন চোরকে গ্রেফতার করে আকবরশা থানা পুলিশ।

পরবর্তীতে জানা যায় গত ২৩/০৩/২০২৪ তারিখ ভোর ০৫:৩০ ঘটিকা হইতে ০৫:৫০ ঘটিকার মধ্যবর্তী যে কোন সময় অজ্ঞাতনামা চোর/চোরেরা বাদী মোঃ বেলাল হোসেন(৪১), পিতা-মৃত জয়নাল আবদীন, মাতা-আছিয়া খাতুন, সাং-নয়নপুর, লস্কর আলী ভুঞা বাড়ী, ডাকঘর-প্রতাপপুর, থানা-দাগনভুঞা, জেলা-ফেনী, বর্তমানে-পশ্চিম মাদার বাড়ী, ১নং গলি, মেয়র আলী চায়ের দোকান সংলগ্ন মেহরুন ভিলা, থানা-সদরঘাট, জেলা-চট্টগ্রাম এর ০১টি কভার্ড ভ্যান, যাহার রেজিঃ নং-চট্টমেট্রো-ট-১১-২৫০৯ আকবরশাহ থানাধীন উত্তর কাট্টলী টোল রোডস্থ মিঠুন সার্ভিসিং সেন্টার এর পার্কিং হইতে চুরি করিয়া নিয়া যায়।

বাদীর এজাহারের প্রেক্ষিতে আকবরশাহ্ থানার মামলা নং-২৭, তারিখ-২৪/০৩/২০২৪খ্রিঃ, ধারা-৩৭৯ পেনাল কোড-১৮৬০ রুজু করা মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই/টিটু নাথ ২৭/০৩/২০২৪ তারিখ সকাল ১০:০০ ঘটিকা হইতে ২৮/০২/২০২৪।রাত ০৪:০০ ঘটিকা পর্যন্ত চট্টগ্রাম কর্ণফুলী থানাধীন শিকলবাহা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ঘটনার সহিত জড়িত আসামী ১। কাজী মোঃ রেজাউল হাসান(২৩), পিতা-কাজী মোঃ নুরুল আলম, মাতা-শাহনাজ বেগম, সাং-আহ্লা, শেখ চৌধুরী পাড়া, কাজী বাড়ী, ০৮নং ওয়ার্ড, ১০নং আহলা করলডেঙ্গা ইউপি, থানা-বোয়ালখালী, জেলা-চট্টগ্রাম, ২। মোঃ আব্দুর রহমান(৪২), পিতা-মৃত আলী আকবর, মাতা-লিলুফা বেগম, সাং-কালাপানিয়া, মুনাফ মেম্বারের বাড়ী, পোঃ আকবরহাট, থানা-স›দ্বীপ, জেলা-চট্টগ্রাম, ৩। মোঃ সোলায়মান মিন্টু(৪২), পিতা-মৃত মোহাম্মদ আলী (কন্ট্রাক্টর), মাতা-সাহারা বেগম, সাং-শিকলবাহা, ০২নং ওয়ার্ড, ভুলু মেম্বারের পুরাতন বাড়ী, থানা-কর্ণফুলী, জেলা-চট্টগ্রাম, ৪। মোঃ মহিউদ্দিন এনাম(২৬), পিতা-মৃত মোহাম্মদ আলী, মাতা-রহিমা খাতুন, সাং-দক্ষিন সরেঙ্গাঁ, খামার বাড়ী, ০৫নং ওয়ার্ড, থানা-আনোয়ারা, জেলা-চট্টগ্রাম, ৫। মোঃ মোছলেহ উদ্দিন(২৩), পিতা-মৃত মোঃ হোসাইন, মাতা-কোহিনুর আক্তার, সাং-দক্ষিন সরেঙ্গাঁ, খামার বাড়ী, ০৫নং ওয়ার্ড, থানা-আনোয়ারা, জেলা-চট্টগ্রাম, ৬। মোঃ আজাদ হোসেন(২৪), পিতা-আলী হোসেন, মাতা-মনোয়ারা বেগম, সাং-ছনহরা, হায়দার আলীর বাড়ী, ০৩নং ওয়ার্ড, ১৫নং ছনহরা ইউপি, থানা-পটিয়া, জেলা-চট্টগ্রাম, সর্ব বর্তমান সাং-শিকল বাহা, নতুন ব্রীজের নীচে, মেসার্স কর্ণফুলী স্টীল এন্টারপ্রাইজ নামীয় স্ক্র্যাপের দোকান, থানা-কর্ণফুলী, জেলা-চট্টগ্রাম’কে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদে ঘটনার সহিত জড়িত থাকার বিষয়ে স্বীকার করে এবং তাদের হেফাজত হইতে চুরি যাওয়া কভার্ড ভ্যানের খন্ডিত খন্ডিত অংশ ও  ১) ০১টি পেনড্রাইভ, যাহাতে অত্র মামলার ঘটনা সংক্রান্তে ভিডিও ফুটেজ আছে, ২) ০১টি ডিভিআর মেশিন(সচল), যাহা হইতে পেনড্রাইভের মাধ্যমে ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে, ৩) ০১টি গ্যাস কাটিং মেশিন যাহাতে কাটার পাইপ সংযুক্ত, ৪) ০৪টি এলপি গ্যাসের বোতল, ৫) ০১টি লোহার তৈরী লোহার ওজন মাপার স্কেল, ৬) ০১টি এওঢঢঊজ মোটর সাইকেল, যাহার রেজিঃ নং-চট্ট-মেট্রো-ল-২০-০৬৪র৭ উদ্ধার করে।

আসামীরা পরস্পর যোগসাজসে ও সহায়তায় বর্ণিত ঘটনাস্থল হইতে চুরি করার কথা স্বীকার করে। বর্ণিত আসামীরা আন্তঃজেলা চোর চক্রের সক্রিয় সদস্য। আসামীরা দেশের বিভিন্ন স্থানে চুরি করে এ মর্মে জানা যায়।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ