শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
spot_img
শিরোনাম

সাহিত্যে ও সংগঠনে বিশেষ অবদানের জন্য কবি ও লেখক মোহাম্মদ কামরুল ইসলাম পেলেন গ্রীণলিফ এওয়ার্ড

নিজস্ব প্রতিবেদক

৯ ই মার্চ ২৪ শনিবার সন্ধ্যে ৬ টায় গ্রীণলিফ পরিবারের  উদ্যোগে    চট্টগ্রামস্থ   পাঁচ   তারকা   হোটেল   রেডিসন ব্লু-মোহনা    হলে   কাচ্চি  ডাইন   প্রেজেন্টস    গ্রীণলিফ এওয়ার্ড   সিজন – ২   ও  গুণীজন সংবর্ধনা,গ্রীণলিফের মোড়ক  উন্মোচন,  আলোচনা সভা  গ্রীন লিফ উপদেষ্টা শেখ নওশেদ সরওয়ার পিল্টুর সভাপতিত্বে সম্পন্ন হয়।আঁখি  মজুমদারের সঞ্চালনায় এতে   স্বাগত বক্তব্য রাখেন গ্রীণলিফ  সম্পাদক ও তরুণ সংগঠক তসলিম হাসান হৃদয়। শুভেচ্ছা   বক্তব্য  রাখেন  সংগঠনের উপদেষ্টা লেখক ও গণমাধ্যমকর্মী মোহাম্মদ কামরুল ইসলাম।

প্রধান   অতিথি   হিসাবে উপস্থিত  ছিলেন  সাবেক মন্ত্রী চট্টলার সিংহ পুরুষ, বর্ষীয়ান রাজনীতিবিদ, মুক্তিযোদ্ধা ইন্জিনিয়ার মোশারফ হোসেন।

প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম ১০ আসনের মাননীয় সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চু। বিশেষ  অতিথি  হিসাবে উপস্থিত  ছিলেন   অতিরিক্ত  ডি আই জি মোঃ আপেল মাহমুদ, এড.কাজী  ছানোয়ার   আহমেদ  লাভলু পিপি, একুশে পদক প্রাপ্ত বংশীবাদক মোঃ আজিজুল ইসলাম ও বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম।

তাহা  ছাড়া  বিভিন্ন   ক্ষেত্রে  অবদানের  জন্য আজীবন সম্মাননা  প্রদান  করা হয়  বীর মুক্তিযোদ্ধা সাবেক মন্ত্রী চট্টলবীর  বর্ষীয়ান  রাজনীতিবিদ ইঞ্জিনিয়ার মোসারফ হোসাইন, একুশে  পদক  প্রাপ্ত   বংশীবাদক  আজিজুল ইসলাম,বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, বেগম মুশতারি সফি,,পর্যটন ক্ষেত্রে অতিরিক্ত ডি আই জি মোঃ আপেল মাহমুদ, শিক্ষাবিদ চট্টগ্রাম   বিশ্ববিদ্যালয়ের   সাবেক   ভিসি    ইফতেখার উদ্দিন চৌধুরী,ব্যারিস্টার বদরুল আলম চৌধুরী,কবি ও লেখক  হিসাবে মোহাম্মদ কামরুল ইসলাম।উক্ত  অনুষ্ঠানে  চলচিত্র অঙ্গনের বিভিন্ন তারকা, মডেল  গণ উপস্থিত ছিলেন। প্রধান   অতিথি   তার   বক্তব্যে  গ্রীন লিফ ম্যাগাজিনের প্রশংসা  করে   বলেন,এমন  ব্যতিক্রম   আর  শিক্ষনীয় কাজ  হলে এই ঘুণে  ধরা সমাজ ব্যবস্থার পরিবর্তন হবে সমাজে অবক্ষয় রোধ হবে ও মানুষ এই সব কর্মকান্ডের  প্রতি আকৃষ্ট হবে।ম্যাগাজিন ও গ্রীণলিফ পরিবারের  সাফল্য কামনা করে এই ম্যাগাজিন নিয়মিত প্রকাশিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ম্যাগাজিন   এর  সম্পাদক  তসলিম হাসান হৃদয় বলেন লাইফ স্টাইল ও ফ্যাশন ম্যাগাজিন বই এর কাজ এখন কমে যাচ্ছে।মডেল   হবে  বাস্তব  জীবনে চলার পথে নিজেকে সুন্দর ভাবে উপস্থাপন ও নিজ যায়গা থেকে ফুটিয়ে তুলা।তিনি  আরো বলেন,আমি  চেষ্টা করেছি ম্যাগাজিনটিকে নতুনভাবে  উপস্থাপন  করতে পাঠক  দের কাছে ও সেই সাথে শিক্ষনীয় বিষয় গুলোকে সংযুক্ত করা। তিনি আরো  বলেন,এই ম্যাগাজিন থেকে পাঠক এইবার স্বাধীনতা, একুশ  সহ নানা বিষয়ে জানতে পারবে  এবং আমাদের  সমাজ ব্যবস্থা ও  সমাজ  সচেতনতা সম্পর্কে তারা অবগত হবে।

আলোচনা  শেষে  একটি মনোজ্ঞ  ফ্যাশন শো ও একটি  সাংস্কৃতিক  অনুষ্ঠানের সআয়োজন করা হয়।পরিশেষে সভাপতি সবাইকে ধন্যবাদ জানিয়ে  এধরনের কর্মকান্ড কে উৎসাহিত  করতে ও  সকলের সার্বিক সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ