শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
spot_img
শিরোনাম

সার্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নের লক্ষ্যে রাউজানে অবহিতকরন সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, রাউজান

সার্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নের লক্ষ্যে চট্টগ্রামের রাউজানে অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে।

২০ মে সোমবার সকাল ১০ ঘটিকায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে রাউজান উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ.বি.এম ফজলে করিম চৌধুরী এমপি।

উপজেলা নির্বাহী অফিসার অংগ্যজাই মারমার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব নুর মোহাম্মদ,  সহকারী কমিশনার ভূমি রিদুয়ানুল ইসলাম, রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদ হোসেন।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌর কাউন্সিলর ও পেশাজীবি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরী সবাইকে পেনশন স্কিমের আওতায় আসার আহবান জানিয়ে বলেন, সার্বজনীন পেনশন স্কিম সরকারের একটা যুগান্তকারী পদক্ষেপ।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ