শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
spot_img
শিরোনাম

সাময়িক বরখাস্ত আদেশ খারিজ, স্বপদে বহাল চাম্বলের চেয়ারম্যান মুজিবুল

নিজস্ব প্রতিবেদক,বাঁশখালী, চট্টগ্রাম।

সাময়িক বরখাস্ত আদেশ খারিজ হয়ে স্বপদে বহাল আদেশ বাঁশখালীর চাম্বল ইউপি চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী।

জানা যায়, ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে হুমকি দেয়ার ঘটনায় গত ২৯ ফেব্রুয়ারি ২৪ ইং তারিখে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ, ইউপি -১ শাখার সিনিয়র সহকারী সচিব পূরবী গোলদার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে চট্টগ্রামের বাঁশখালীর চাম্বল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরীকে সাময়িক বরখাস্ত করা হয়।

এতে আইনের প্রতি যথাযথ শ্রদ্ধাশীল হয়ে দীর্ঘ একমাসের অধিক ইউনিয়ন পরিষদের সকল কার্যক্রম পরিচালনা থেকে বিরত থাকার পর সাময়িক বরখাস্ত আদেশ খারিজ হয়ে স্বপদে বহাল আদেশ ফিরে পেয়েছেন চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী।

স্বপদে বহাল আদেশ পাওয়া চাম্বল ইউপি চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী বলেন, আইনগত জটিলতার কারণে দীর্ঘ একমাসের অধিক সময় ধরে ইউনিয়ন পরিষদের সকল কার্যক্রম পরিচালনা থেকে বিরত ছিলাম, এলাকাবাসীর দোয়া ও আল্লাহর রহমতে সাময়িক বরখাস্ত আদেশ খারিজ হয়ে স্বপদে বহাল আদেশ ফিরে পেয়ে পূর্বের ন্যায় পুনরায় পরিষদের কার্যক্রম পরিচালনার মাধ্যমে জনগণের সেবা করার সুযোগ হয়েছে, আল্লাহর শুকরিয়া আদায় করছি।

বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তার বিষয়টি নিশ্চিত করে বলেন, এবিষয়ে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি নির্দেশনা প্রেরণ করা হয়েছে।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ