বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫
spot_img
শিরোনাম

সাবেক ডিসি-এসপিসহ ২৫ জনের বিরুদ্ধে সাতক্ষীরায় লুটপাট ও অগ্নিসংযোগের মামলা

অনলাইন ডেস্ক

সাতক্ষীরা জেলার সাবেক জেলা প্রশাসক (ডিসি) নাজমুল আহসান ও সাবেক পুলিশ সুপার (এসপি) চৌধুরী মঞ্জুরুল কবীরসহ ২৫ জনের বিরুদ্ধে বাড়িঘর ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (২৬ মে) দুপুর সাড়ে ১২টার দিকে সাতক্ষীরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দাখিল করেন জেলা সদরের বৈচনা গ্রামের মাদার সরদারের ছেলে ওবায়দুল্লাহ।

বিচারক মায়নুদ্দিন ইসলাম মামলাটি তদন্তের জন্য সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশনা দেন এবং আইনগত ব্যবস্থা গ্রহণের কথা বলেন। মামলায় বাদী এক কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করেছেন।

মামলার অন্যান্য আসামিরা হলেন—সাবেক সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) কাজী মনিরুজ্জামান, সাতক্ষীরা সদর থানার তৎকালীন ওসি ইনামুল হকসহ পুলিশের ১৫ জন সদস্য ও আওয়ামী লীগের ১০ জন নেতাকর্মী।

বাদী ওবায়দুল্লাহ বলেন, “বাড়িঘর ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে আমার বসতবাড়ি গুঁড়িয়ে দেয় তৎকালীন সরকারের পেটোয়া বাহিনী। নেতৃত্বে ছিলেন তৎকালীন ডিসি নাজমুল আহসান। স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর তৎকালীন পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবীর দেশ থেকে পালিয়ে গেছেন।” বর্তমানে নাজমুল আহসান পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন বলে তিনি জানান।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবু বকর সিদ্দিক জানান, ২০১৪ সালের ১ জানুয়ারি রাজনৈতিক প্রেক্ষাপটে মামলার আসামিরা যোগসাজশ করে বাড়ি-ঘর ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে। পরে বুলডোজার দিয়ে ব্যাপক ক্ষতি সাধন করা হয়। তৎকালীন রাজনৈতিক অবস্থার কারণে পুলিশ অভিযোগটি আমলে নেয়নি। তাই দীর্ঘ ১৫ বছর পর আদালতের আশ্রয় নিয়ে এক কোটি টাকার ক্ষতিপূরণ ও আসামিদের শাস্তির দাবি জানানো হয়েছে।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ