বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
spot_img
শিরোনাম

সাফজয়ী মেয়েদের চেক দিল বিসিবি

অনলাইন ডেস্ক

সাফজয়ী বাংলাদেশ নারী ফুটবল দলকে ২০ লাখ টাকার চেক উপহার দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বুধবার এই চেক নারী দলের অধিনায়ক সাবিনা খাতুনের হাতে তুলে দেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।
এ সময় উপস্থিত ছিলেন বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম ও ফাহিম সিনহা।

বাংলাদেশ নারী ফুটবল দল সাফ জেতার পর এই অর্থ পুরস্কার হিসেবে দেওয়ার কথা জানিয়েছিল বিসিবি।

গত মাসে দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে আসরের ফাইনালে স্বাগতিক নেপালকে ২-১ গোলে হারিয়ে মেয়েদের সাফের শিরোপা ধরে রাখে বাংলাদেশ। হিমালয়ের দেশে আবারও সফলতার খুঁটি গেড়ে তারা নিজেদের নিয়ে যান অনন্য এক উচ্চতায়।

টানা দ্বিতীয়বার সাফ জেতার পর সাফজয়ী মেয়েদের এক কোটি টাকা আর্থিক পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনও। পাশাপাশি বিভিন্ন কর্পোরেট হাউসের পক্ষ থেকেও সংবর্ধনা ও উপহার পাচ্ছে চ্যাম্পিয়নরা।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ