শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
spot_img
শিরোনাম

সাদা নয়, কালো! পাতিহাঁসের ডিমে গ্রামজুড়ে চমক

অনলাইন ডেস্ক

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কেদার ইউনিয়নের সুবলপাড় পশ্চিম বিষ্ণুপুর গ্রামে দেশি পাতিহাঁসের কালো ডিম দেখে সাড়া পড়ে গেছে। মাছুম মিয়া ও শিউলি দম্পতির হাঁসগুলো কয়েকদিন ধরে সাদা ডিম দিলেও, গত ৯ ডিসেম্বর হাঁসের খোয়াড়ে প্রথমবারের মতো একটি কালো ডিম পাওয়া যায়। প্রথমে সেটি সাপের ডিম ভেবে ভেঙে ফেলেন তারা। তবে পরপর আরও তিনটি কালো ডিম পাওয়ার পর ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়ে।

এখন, কালো ডিম দেখতে প্রতিদিন ভিড় জমাচ্ছেন আশপাশের মানুষ। অনেকের জন্য এটি বিস্ময়কর এক অভিজ্ঞতা, আবার কেউ কেউ এ নিয়ে কুসংস্কারে মেতে উঠেছেন।

জেলা প্রাণী সম্পদ অধিদফতরের কর্মকর্তা ডা. হাবিবুর রহমান জানিয়েছেন, ডিমের রং জেনেটিক কারণে কালো হতে পারে। এতে কোনো পুষ্টিগুণের পরিবর্তন হয় না এবং এটি আতঙ্ক বা কুসংস্কারের বিষয় নয়।

উল্লেখ্য, এর আগেও একই উপজেলার তিনটি ইউনিয়নে হাঁসের কালো ডিম পাড়ার খবর পাওয়া গিয়েছিল।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ