বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
spot_img
শিরোনাম

সাতকানিয়ার এওচিয়ায় দেশখ্যাত ব্র্যান্ড ফুলকলির যাত্রা শুরু

সাতকানিয়া প্রতিনিধি

চট্টগ্রামের সাতকানিয়ার ব্যবসায়ী প্রাণকেন্দ্র এওচিয়ায় এই প্রথম উদ্বোধন হলো দেশখ্যাত খাদ্যপণ্য ব্রান্ড ফুল কলির শো-রুম ।

৫ই ডিসেম্বর(বৃহস্পতিবার)সকালে উপজেলার এওচিয়ার দেওদীঘি বাজারে এই ফুলকলির শো রুম উদ্বোধন করেন ফুলকলির জিএম এম এ সবুর। ঐ সময় দেওদীঘি ফুলকলির স্বত্বাধিকারী তরুণ উদ্যোক্তা ও বিশিষ্ট সমাজসেবক ওয়াহিদুল ইসলাম মানিকসহ বাজারের অপরাপর ব্যবসায়ীরাও উপস্থিত ছিলেন।

জিএম এম এ সবুর, ফিতা কেটে শো রুম উদ্বোধন করার পরে, দেওদীঘি ফুল কলি শাখার উত্তরোত্তর সাফল্য কামনায় এক বিশেষ মোনাজাত করা হয়। দেওদীঘি ফুলকলির শোরুমের স্বত্বাধিকারী তরুণ ব্যবসায়ী মো:ওয়াহিদুল ইসলাম মানিক বলেন,এওচিয়ার মানুষ হচ্ছে খুবই ভোজনবিলাসী, তাই তাদের কথা মাথা রেখে উন্নত মানের খাবার পরিবেশন করার লক্ষ্যেই আজকের এই ফুলকলি শোরুম মূলত দ্বোরগোড়ায় নিয়ে আসা।

আশা করি এই পশ্চিম সাতকানিয়ার মানুষজনকে আর দূরদূরান্তে গিয়ে মানসম্পন্ন খাদ্য গ্রহণ করা লাগবেনা,তারা এখন তাদের উঠোনেই পাচ্ছে সেই উন্নত মানের ভোগ্যপণ্য দেওদীঘি ফুলকলি শাখা থেকেই।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ