বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
spot_img
শিরোনাম

সাংবাদিকদের নিরাপত্তা দাবি করে হাটহাজারীতে প্রতিবাদ সভা

নিজস্ব প্রতিবেদক

দৈনিক জনবাণী পত্রিকার সম্পাদক ও প্রকাশক শফিকুল ইসলামসহ চার সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে প্রতিবাদ সভার আয়োজন করেছেন হাটহাজারী সাংবাদিক ঐক্য পরিষদ।

রোববার (২৯ ডিসেম্বর) সকাল ১১টায় হাটহাজারী পৌরসভাধীন সংগঠনের কার্যালয়ে সংগঠনের সভাপতি আসলাম পারভেজের সভাপতিত্বে ও দৈনিক জনবাণী পত্রিকার হাটহাজারী প্রতিনিধি মুহাম্মদ আবু নোমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন পরিষদের নির্বাহী সদস্য শ্যামল নাথ, সহ-সভাপতি জাহেদ মঞ্জু, সাধারণ সম্পাদক মো. বোরহান উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক উজ্জ্বল নাথ, সহ-সাধারণ সম্পাদক জাহেদুল আলম জাহিদ, সাংগঠনিক সম্পাদক সুমন পল্লব, অর্থ সম্পাদক আবুল মনছুর, দপ্তর সম্পাদক এইচ এম এরশাদ, প্রচার সম্পাদক এম ওসমান গনি, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রিমন মুহূরী, ধর্ম বিষয়ক সম্পাদক সাহাবুদ্দিন সাইফ প্রমুখ।

এসময় বক্তারা হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, সাংবাদিকরা দেশের চতুর্থ স্তম্ভ। তাদের জাতির বিবেক বলা হয়, অথচ সত্য প্রকাশ করতে গিয়ে তাদের ওপর প্রতিনিয়ত হামলা হচ্ছে, নির্যাতন হচ্ছে। মিথ্যা মামলাগুলোর হাত থেকেও নিস্তার পাচ্ছেন না সাংবাদিকরা। এসময় দোষীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তি দাবি করেন নেতৃবৃন্দ।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ