শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
spot_img
শিরোনাম

সলিমপুর ইউনিয়নে বিএনপি ও অঙ্গ সংগঠনের কমিটি বিলুপ্ত

মোঃ জাহাঙ্গীর আলম, সীতাকুণ্ড প্রতিনিধি

সীতাকুণ্ড উপজেলা সলিমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মহিউদ্দিন বাড়িতে হামলা ভাঙচুর নগদ টাকা, স্বর্ণ ও মালামাল লুট অভিযোগ করেন। সলিমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মহিউদ্দিন জানান সলিমপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক রুকন উদ্দিন কোন উসকানি ছাড়াই দুপুর ১ টার পর অতর্কিত হামলা চালিয়ে বাড়ির নিচে ও দোতলায় ব্যাপক ভাঙচুর করে। ৭০ লাখ টাকা ও ৫০  ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় বলে জানান। রুকন উদ্দিনের সাথে আমার কোন দ্বন্দ্ব নেই। কি কারনে এই হামলা চালানো হয়েছে আমি অবগত নয়। দুপুর ১২ টা শহীদ মিনার ফুল দিয়ে চলে যায়। এই হামলা ঘটনায় ন্যায় বিচার দাবি জানান।

এই ঘটনার জন্য সীতাকুণ্ড উপজেলা সলিমপুর ইউনিয়ন বিএনপি, যুবদল , ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল,তাতী দল, মৎস্য দল সড়ক ১১টি অঙ্গ সংগঠনের সকল কমিটি বিলুপ্ত ঘোষণা করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব লায়ন আসলাম চৌধুরী এফসিএ নির্দেশনা সীতাকুন্ড উপজেলা বিএনপির আহ্বায়ক ডঃ কমল কদর ও সদস্য সচিব কাজী মহিউদ্দিন  একটি প্রেস রিলিজ মাধ্যমে জানান। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সকল কমিটির কার্যক্রম বন্ধ থাকবে।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ