সোমবার, ২১ জুলাই ২০২৫
spot_img
শিরোনাম

সরফভাটায় ৪০ লিটার চোলাইসহ দুই যুবক গ্রেপ্তার

অনিরুদ্ধ অপু, রাঙ্গুনিয়া, চট্টগ্রাম।

চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়ার সরফভাটায় ৪০ লিটার দেশীয় চোলাই মদ এবং মদ বহনকারী একটি সিএনজিসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশ।

গত বুধবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় সরফভাটা ইউনিয়নের সিঙ্গাপুর মার্কেটের সামনে পাকা রাস্তা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় সিএনজি ভর্তি ৪০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ২০ হাজার টাকা।

গ্রেপ্তারকৃতরা হলেন, রাউজান থানার মগদাই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইসলামপুর গ্রামের মো. সেলিমের ছেলে মো. শুভ (২২) এবং একই থানার গুজরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বধু মুন্সি পাড়ার মৃত ছৈয়দ আলীর ছেলে মো. নাজিম উদ্দীন (২৪)।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাহেদুল ইসলাম বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে এসআই শাহীন মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। অভিযানে সিএনজি ভর্তি চোলাই মদসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের যথাযথ প্রক্রিয়ায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ