বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
spot_img
শিরোনাম

সরকারি নীতিমালায় পাটজাত মোড়কের গুরুত্ব: সেমিনারে দিকনির্দেশনা

নিজস্ব প্রতিবেদক

পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০ এবং বাধ্যতামূলক ব্যবহার বিধিমালা, ২০১৩ বাস্তবায়নের নিমিত্তে পাট ও পাট সংশ্লিষ্ট ব্যবসায়ী ও স্টেকহোল্ডারদের সঙ্গে নিয়ে চট্টগ্রাম জেলা প্রশাসন ও চট্টগ্রাম পাট অধিদপ্তরের আয়োজনে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

গত ২ জানুয়ারি (বৃহস্পতিবার) সকাল ১০টায় চট্টগ্রাম সার্কিট হাউজের হলরুমে সেমিনারটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাট অধিদপ্তরের উপপরিচালক (উপসচিব) মো. রাশেদুল হাসান।

এছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) এ. কে. এম. গোলাম মোর্শেদ খান, চট্টগ্রাম পাট অধিদপ্তরের সহকারী পরিচালক মো. ওমর ফারুক তালুকদার, চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির যুগ্ম সচিব নুরুল আবছার চৌধুরী, চট্টগ্রাম রাইসমিল মালিক সমিতির সভাপতি হাজি ফরিদউদ্দিন আহমেদ, চট্টগ্রাম জেডিপিসি সেন্টারের ইনচার্জ স্বপন চন্দ্র মহন্ত এবং চট্টগ্রাম জেলা অটোরাইসমিল মালিক ও চাউল ব্যবসায়ী নেতৃবৃন্দ। এসময় স্থানীয় পাট উদ্যোক্তাগণও উপস্থিত ছিলেন।

সেমিনারে বক্তারা পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার সম্পর্কিত সরকারি নীতিমালা এবং আইন সম্পর্কে ব্যবসায়ীদের পরিষ্কার ধারণা দেওয়া হয়। বিগত সময়ের পাটজাত মোড়কের সফল ব্যবহার নিয়ে কেস স্টাডি উপস্থাপন করা হয়। দেশের পাটশিল্পের উন্নয়ন ও গতিশীলতা ত্বরান্বিত করতে সবাইকে সহযোগিতার আহ্বান জানান বক্তারা।

 

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ