শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
spot_img
শিরোনাম

সমুদ্র উপকূলে মৎস্য সম্পদ রক্ষায় সফল অভিযান

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অবৈধ জাল নির্মূলকরণে বিশেষ কম্বিং অপারেশন পরিচালনা করা হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) উপজেলার সমুদ্র উপকূল, সাঙ্গু নদী ও বঙ্গোপসাগরের মোহনায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানে প্রায় এক লাখ টাকার অবৈধ জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

অভিযানের নেতৃত্ব দেন বাংলাদেশ মৎস্য অধিদপ্তরের ইলিশ শাখার সহকারী পরিচালক মোহাম্মদ ফারুক মায়েদুজ্জামান। অভিযানে ১০০০ মিটার দৈর্ঘ্যের একটি পেকুয়া জাল জব্দ করা হয়, যার বাজারমূল্য প্রায় এক লক্ষ টাকা।

অভিযানে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের ইলিশ শাখার গবেষণা কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম এবং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রাশিদুল হক। অভিযানে সহায়তা করেন বাংলাদেশ কোস্টগার্ডের সিজি স্টেশন সাংগু গহিরার কন্টিজেন্ট কমান্ডার অনিমেষ রায় এবং বার আউলিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. কায়চার হামিদসহ সংশ্লিষ্ট প্রতিনিধিবৃন্দ।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রাশিদুল হক বলেন, “অভিযানের শেষে জব্দকৃত জালগুলো সাঙ্গু স্টেশন, গহিরার পল্টুনে উপস্থিত স্থানীয় ব্যক্তিবর্গের সম্মুখে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।”

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ