শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
spot_img
শিরোনাম

সমাজ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রীতি সম্মেলনে

নিজস্ব প্রতিবেদক

ফটিকছড়ির সুন্দরপুরে সামাজিক সংগঠন আজিমপুর আদর্শ ইসলামি পরিষদের প্রীতি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বিকালে পূর্ব আজিমপুর খোয়াল উকিল বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। মসজিদে সভাপতি সিরাজুল হকের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন মোটিভেশান স্পিকার ও ব্যাংকার আবদুল আজিজ। এতে বিশেষ অতিথি ছিলেন, ভূমি উপ-সহকারী জিয়াউদ্দিন আহমদউল্লাহ, মাস্টার শফিউল আলম, মুন্সি নাজিম উদ্দিন, ব্যবসায়ী জামাল উদ্দিন, প্রবাসী খায়রুল আমিন, গিয়াস উদ্দিন, করিম উল্লাহ ফজল কাদের, মাহাবুল আলম।

শিক্ষক রাকিবুল্লাহ মহসিনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন অধ্যাপক এনএম রহমত উল্লাহ, আহবায়ক নাজমুল হক নাজু, শিক্ষানুরাগী মুমিনুল হক মুবিন, সার্ভেয়ার জয়নাল বাপ্পু, ডা. জাহেদুল করিম, ছাত্র সমন্বয়ক কামরুল ওমর প্রমূখ।

এসময় বক্তারা বলেন, ইসলামি আদর্শ সমাজ গঠনে একতা ও সাম্যতার বিকল্প নেই। সকলকে ঐক্যবদ্ধ হয়ে আধুনিক সমাজ বিনির্মাণে কাজ করতে হবে। অনুষ্ঠান শেষে ২৪ সালের আন্দোলনে নিহত ছাত্র জনতার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। পরে ছাত্রদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ