শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
spot_img
শিরোনাম

সন্দ্বীপে শিশুদের জন্য নতুন বিনোদন ব্যবস্থা, সম্প্রসারিত পার্ক চালু

মাহমুদ, সন্দীপ প্রতিনিধি, চট্টগ্রাম।

সন্দ্বীপ উপজেলা প্রশাসনের উদ্যোগে সম্প্রসারিত শিশু পার্কের উদ্বোধন করা হয়েছে। সন্দ্বীপ এডুকেশন সোসাইটি যুক্তরাষ্ট্রের সাবেক সভাপতি ও আব্দুল মালেক লেদু চেয়ারম্যান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মো. ইকবাল হায়দারের আর্থিক সহযোগিতায় এ সম্প্রসারণ কাজ বাস্তবায়িত হয়।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় উপজেলা পরিষদের কম্পাউন্ডে ইউএনও’র বাসভবন সংলগ্ন শিশু পার্কের উদ্বোধন করেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. ইউছুপ, চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার সাইফুল আহম্মদ সানতু ও সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিগ্যান চাকমা।

এ সময় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

শিশুদের মানসিক বিকাশের লক্ষ্যে প্রায় এক হাজার বর্গফুট জায়গার ওপর সম্প্রসারিত এ পার্কে বিভিন্ন ধরনের খেলনা উপকরণ স্থাপন করা হয়েছে। পাশাপাশি পার্কের দেয়ালে ভাষা আন্দোলন ও স্বাধীনতা সংগ্রামের নানা চিত্রও তুলে ধরা হয়েছে।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ