চট্টগ্রাম সন্দ্বীপ উপজেলায় ০১/০২/২৫ খ্রিঃ শনিবার সানোয়ার (২৮) নামের একজনকে মাদকসহ গ্রেফতার করেছে সন্দ্বীপ থানা পুলিশ।
আটক ব্যক্তি সন্দ্বীপ থানাধীন মুছাপুর ইউনিয়নের (৭নং) ওয়ার্ডের বাসিন্দা।
জানা গেছে, পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মুছাপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
সন্দ্বীপ থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম ভূইয়া জানান, নিয়মিত মামলা রুজু করে আসমিকে আদালতে সোপর্দ করা হয়েছে।