শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
spot_img
শিরোনাম

সন্দ্বীপে বিএনপি নেতার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মাহমুদ, সন্দীপ প্রতিনিধি, চট্টগ্রাম।

পবিত্র মাহে রমজান উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক সন্দ্বীপে সাবেক কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক রফী উদ্দিন ফয়সালের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ মার্চ) উপজেলার আবুল কাশেম হায়দার মহিলা কলেজ মাঠে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা রফী উদ্দিন ফয়সালের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক সাখাওয়াত হোসেন শাহীনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মোস্তফা কামাল পাশা।

দোয়া মাহফিলে বিএনপির চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। এছাড়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকো, সন্দ্বীপ পৌরসভা বিএনপির আহ্বায়ক আহসানুল তালুকদার রিপন এবং বৈষম্যবিরোধী সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করা হয়।

এ সময় অন্যান্যদের মধ্যে বিএনপি কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মিজানুর রহমান মিল্টন, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, সন্দ্বীপ উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আবু তাহের, সদস্য সচিব আলমগীর হোসেন ঠাকুরসহ উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ