বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
spot_img
শিরোনাম

সন্দ্বীপে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো বিবিএস ব্রিকস

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একটি ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) দিনব্যাপী অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করে পরিবেশ অধিদফতর। অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদফতরের চট্টগ্রাম জেলা কার্যালয়ের রিসার্চ অফিসার আশরাফ উদ্দিন।

অভিযানে সন্দ্বীপ উপজেলার মগধরা ১ নম্বর ওয়ার্ড এলাকায় অবস্থিত মেসার্স বিবিএস ব্রিকস ইটভাটার চিমনিসহ কিলন ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। অভিযানে উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমা ও পরিবেশ অধিদফতরের চট্টগ্রাম জেলা কার্যালয়ের ডাটা এন্ট্রি অপারেটর কাজী ইফতেকার উদ্দীন।

সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমা বলেন, “সন্দ্বীপে আরও অনেক ইটভাটা আছে, যেগুলো লাইসেন্সবিহীন। সেগুলো পর্যায়ক্রমে চিহ্নিত করে অভিযান চালানো হবে। এই অভিযান চলমান থাকবে।”

পরিবেশ অধিদফতর চট্টগ্রাম জেলা কার্যালয়ের রিসার্চ অফিসার আশরাফ উদ্দিন বলেন, “অনুমোদনহীন ইটভাটা পরিচালনার অভিযোগে একটি ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। আমাদের অভিযান চলমান রয়েছে, পর্যায়ক্রমে বাকি অবৈধ ইটভাটাগুলো গুঁড়িয়ে দেওয়া হবে।”

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ