বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
spot_img
শিরোনাম

সন্তি মন্দিরে দুই দিনব্যাপী উৎসব, গীতাযজ্ঞ ও নৃত্য অনুষ্ঠানসহ নানা কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক

আনোয়ারায় বাসন্তি মন্দির উৎসব উদযাপন পরিষদ গঠন করা হয়েছে। এতে দীপঙ্কর রুদ্রকে প্রধান সমন্বয়কারী, কান্চন সুশীলকে সমন্বয়কারী, গৌতম চক্রবর্তীকে আহ্বায়ক ও চম্পক শীলকে সদস্য সচিব করে ২২ সদস্যের কমিটি গঠন করা হয়।

এ উপলক্ষে গত শুক্রবার (১০ জানুয়ারি) কোতোয়ালী মোড় প্রাঙ্গণ এলাকায় এক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মন্দিরের সভাপতি অনুপ কুমার রুদ্র। পরে সভায় উপস্থিত সকলের সর্বসম্মতিতে উৎসব উদযাপন পরিষদ গঠন করা হয়।

কমিটির অন্যরা হলেন- সমন্বয়কারী যথাক্রমে- শাপলা চক্রবর্তী, তরূপ রুদ্র, যুগ্ম আহ্বায়ক রাজু দাশ, অনুপ শীল ও সুমন সূত্রধর, যুগ্ম সচিব সুব্রত শীল, সুমন চক্রবর্তী, অর্থ সচিব সুজন চক্রবর্তী, প্রচার ও প্রকাশনা সচিব বিষ্ণু সূত্রধর, সহ-প্রচার ও প্রকাশনা সচিব জিকু দাশ, জয় সূত্রধর, স্বেচ্ছাসেবক সচিব বিশ্বজিৎ রুদ্র, সহ-স্বেচ্ছাসেবক সচিব রতন দাশ, তপন আচার্য্য, ভাণ্ডার রক্ষক ভূপাল দাশ ও সহ-ভাণ্ডার রক্ষক সজল চক্রবর্তী, সুনীল সূত্রধর।

সভায় উপস্থিত ছিলেন কার্যকরী সভাপতি দিলীপ রুদ্র, সিনিয়র সহসভাপতি কান্চন দাশ, লিটন শীল, পণ্ডিত ভবতোষ চক্রবর্তী, সুবীর চৌধুরী, সাধারণ সম্পাদক বিকাশ দাশ, সিনিয়র সাধারণ সম্পাদক দীপঙ্কর রুদ্র, গৌতম চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক কান্চন সুশীল, অমিত রুদ্র, তরুপ রুদ্র, রুপন রুদ্র, চম্পক শীল, অর্থ সম্পাদক সুপঙ্কর রুদ্র, বিষ্ণু সূত্রধর, সুজন চক্রবর্তী, পল্লব চক্রবর্তী, জ্যোতিষ পল্টু আচার্য্য ও ভূপাল দাশ।

সভায় জানানো হয়, আনোয়ারা পাটনীকোটায় বাসন্তি মন্দিরের উদ্যোগে আগামী ১৩ ও ১৪ ফেব্রুয়ারি (বৃহস্পতি ও শুক্রবার) দুদিনব্যাপী মন্দির প্রাঙ্গণে বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় গীতাযজ্ঞ, লীলা কীর্তন ও সঙ্গীত ও নৃত্য অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

কর্মসূচির মধ্যে রয়েছে- ১৩ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) বিকেল ৪টায় সঙ্গীত ও নৃত্য অনুষ্ঠান, সন্ধ্যায় ৬টায় লীলা কীর্তন ও রাত ১০টায় প্রসাদ আস্বাদন।

১৪ ফেব্রুয়ারি (শুক্রবার) সকাল ৮টায় মঙ্গল শোভযাত্রা, ১০টায় গীতাযজ্ঞ, দুপুর ১টায় ভোগারতি, দুপুর দেড়টায় অন্নপ্রসাদ আস্বাদন।

মাঙ্গলিক এই আয়োজনে ভক্তদের সানন্দে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন বাসন্তি মন্দির পরিচালনা পরিষদের সভাপতি অনুপ কুমার রুদ্র, সাধারণ সম্পাদক বিকাশ দাশ এবং উৎসব উদযাপন কমিটির প্রধান সমন্বয়কারী দীপঙ্কর রুদ্র ও আহ্বায়ক গৌতম চক্রবর্তী।

 

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ