সচিবালয়ে প্রবেশের জন্য সাংবাদিকসহ সবার স্থায়ী ও অস্থায়ী পাস বাতিল করা হয়েছে। নতুন পাস দেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। রোববার (২৯ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে কর্মরত সাংবাদিক ও সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক শেষে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
নাহিদ ইসলাম জানান, আগামীকাল সোমবার থেকে নতুন কার্ড নিয়ে সাংবাদিকরা সচিবালয়ে প্রবেশ করতে পারবেন। স্বরাষ্ট্র ও তথ্য মন্ত্রণালয় বিষয়টি নিয়ে কাজ করছে।
এদিকে, দুই দিনের সাপ্তাহিক ছুটির পর আজ রোববার সচিবালয়ের কার্যক্রম শুরু হয়েছে, তবে আগুনে ক্ষতিগ্রস্ত মন্ত্রণালয়ের দাপ্তরিক কাজ বিকল্প স্থান থেকে শুরু হয়েছে। রোববার সচিবালয়ের ভেতরে উপদেষ্টাদের ছাড়া অন্য কারও ব্যক্তিগত গাড়ি বা মোটরসাইকেল প্রবেশ করতে দেয়া হয়নি এবং কর্মচারীদের কার্ড পরীক্ষা করে ভেতরে ঢুকতে দেয়া হয়েছে। তাছাড়া, সচিবালয়ের বাইরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বাড়তি উপস্থিতি দেখা গেছে।
প্রসঙ্গত, গত বুধবার দিবাগত গভীর রাতে সচিবালয়ের ৭ নম্বর ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, যাতে একাধিক মন্ত্রণালয়ের নথি পুড়ে যায়। সরকার এ ঘটনার তদন্তে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে, এবং মন্ত্রণালয়গুলো থেকেও আলাদা কমিটি গঠন করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে, সচিবালয়ে প্রবেশের জন্য বেসরকারি ব্যক্তিদের দেওয়া সব ধরনের অস্থায়ী প্রবেশ পাস বাতিল করা হয়েছে।