রবিবার, ৫ অক্টোবর ২০২৫
spot_img
শিরোনাম

সক্রিয় মৌসুমি বায়ু: সাগরে ঝড়ো হাওয়ার আশঙ্কা

অনলাইন ডেস্ক

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্য বেড়ে যাওয়ায় সাগর ও উপকূলীয় অঞ্চলে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে এক বিশেষ সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়।

সতর্কবার্তায় বলা হয়, মৌসুমি বায়ুর সক্রিয় অবস্থান এবং বায়ুচাপের ব্যবধান বৃদ্ধির ফলে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলো ঝড়ো বাতাসের কবলে পড়তে পারে।

এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়া, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সতর্কতার সঙ্গে চলাচল করার পরামর্শ দেওয়া হয়েছে।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ