শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
spot_img
শিরোনাম

সংযুক্ত আরব আমিরাতে ব্যবসায়ী হাজী শামসুল আলম ইন্তেকাল করেছেন

মোঃ ওসমান চৌধুরী, সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি।

মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে বানিয়াছের বিশিষ্ট ব্যবসায়ী হাজী শামসুল আলম (৭১) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। ২৩ ফেব্রুয়ারী (রবিবার) আবুধাবির সময় সাড়ে ১১ টার দিকে আবুধাবীর মাফরাক তথা শেখ বুথ হসপিটালে অসুস্থ জনিত কারণে তিনি ইন্তেকাল করেন।

মরহুমের ছোট ভাই, ইউএই প্রবাসী, রোটারি ক্লাব অব চিটাগং সুপ্রিম এর স্ট্যান্ডিং কমিটি ফর পাবলিক ইমেজের চেয়ারম্যান, প্রবাসী সাংবাদিক সমিতি (প্রসাস)’র সিনিয়র সহ-সভাপতি রোটারিয়ান নাছিম উদ্দিন আকাশ বিষয়টি নিশ্চিত করে বলেন, তিনি বেশ কয়দিন ধরে হার্ট, কিডনিসহ নানান শারিরিক জটিলতায় চিকিৎসাধীন ছিলেন।

আগামী রবিবার তার মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে। সেইদিন বেলা দুই টায় স্থানীয় মাঠে জানাজা শেষে সামাজিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হবে।

হাজী শামসুল আলম বিগত ৩৬ বছর ধরে সংযুক্ত আরব আমিরাতে প্রবাসের কর্মজীবনে নানান ব্যবসায় জড়িত ছিলেন।

নিহত হাজী শামসুল আলম রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের গুরা মিয়া সওদাগরের ছেলে। বানিয়াসের এলাকার বিশিষ্ট ব্যবসায়ী জিয়া উদ্দিনের পিতা।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও ৫ কন্যা সন্তানসহ অনেক গুণীগ্রাহী রেখে যান।

প্রবাসী ব্যবসায়ী সাংবাদিক রোটারিয়ান নাছিম উদ্দিন আকাশের ভাইয়ের মৃত্যুতে রোটারি ক্লাব অব চিটাগং সুপ্রিম পরিবার ও রাউজান প্রেস ক্লাবের পক্ষ থেকে শোক জ্ঞাপন করা হয়। সেই সাথে মরহুমের আত্মার মাগফেরাত কামনা ও তার শোকসন্তপ্ত পরিবারের সকলের প্রতি সমবেদনা জানানো হয়।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ