মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
spot_img
শিরোনাম

শৈলকুপায় ফতোয়া বিতর্কে সংঘর্ষ, ১৮ জন আহত

অনলাইন ডেস্ক

ঝিনাইদহের শৈলকুপায় মুয়াজ্জিনের ফতোয়া নিয়ে সংঘর্ষ, ৩০টি বাড়িঘর ভাঙচুর

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার সাতগাছী গ্রামে মুয়াজ্জিনের ফতোয়া দেওয়া নিয়ে দুই পক্ষের মধ্যে আবারও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় অন্তত ৩০টি বাড়িঘর ভাঙচুর করা হয় এবং একটি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। শনিবার (১৪ ডিসেম্বর) দুপুর পর্যন্ত সংঘর্ষ চলছিল। এই ঘটনায় আব্দুর রাজ্জাক নামে এক ব্যক্তিকে আটক করেছে যৌথ বাহিনী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাতগাছী গ্রামের কাশেম মোল্লার ছেলের সুন্নতে খৎনার অনুষ্ঠানে গান বাজানো হয়। এর প্রতিবাদ হিসেবে মসজিদের মুয়াজ্জিন ও মসজিদ কমিটির সাধারণ সম্পাদক ইমাম হাকিম মোল্লা গান বাজানোকে হারাম বলে ফতোয়া দেন। এরপর মসজিদে কাশেম মোল্লা ও হাকিম মোল্লার গ্রুপের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়, যা পরে সংঘর্ষে রূপ নেয়। শুক্রবার বিকেলে দেশীয় অস্ত্র নিয়ে দুই গ্রুপ সংঘর্ষে লিপ্ত হয় এবং কয়েকটি বাড়িঘর ভাঙচুর করা হয়। এতে নারীসহ অন্তত ১০ জন আহত হন।

শনিবার সকালে উভয় পক্ষের লোকজন আবারও সংঘর্ষে জড়ায়, এতে ৩০টি বাড়িঘর ভাঙচুর করা হয় এবং একটি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে অন্তত ১৮ জন আহত হন এবং বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুম খান জানান, হুজুরের ফতোয়া দেওয়ার জেরে এই সংঘর্ষের ঘটনা ঘটে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকাটি শান্ত রাখতে অতিরিক্ত পুলিশ ও সেনাসদস্য মোতায়েন করা হয়েছে।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ