শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
spot_img
শিরোনাম

ফাইনালে দি মারিয়াকে শুরুর একাদশে রাখার নিশ্চয়তা দিতে পারেননি কোচ লিওনেল স্কালোনি।

শেষ ম্যাচে ডি মারিয়া কি থাকবেন একাদশে

স্পোর্টস ডেস্ক
রোববার (বাংলাদেশ সময় সোমবার ভোরে) শিরোপার লড়াইয়ে কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। ফাইনালে দি মারিয়াকে শুরুর একাদশে রাখার নিশ্চয়তা দিতে পারেননি কোচ লিওনেল স্কালোনি।
কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরের বিপক্ষে ম্যাচে মাঠে নামারই সুযোগ পাননি দি মারিয়া। সে ম্যাচে টাইব্রেকারে ৪-২ ব্যবধানে জয় পায় আর্জেন্টিনা। পরে সেমিফাইনালে কানাডার বিপক্ষে শুরুর একাদশে রেখে দি মারিয়াকে ৭৮ মিনিট খেলান স্কালোনি। কিন্তু পারফরম্যান্সে সেই ছাপ রাখতে পারেননি।

তাই তো তাকে শুরুর একাদশে রাখা না রাখা নিয়ে প্রশ্ন উঠেছে, ‘আমরা জানি, এটা তার শেষ ম্যাচ, কিন্তু সবসময় দল সবার আগে। যদি তাকে খেলতে হয়, এর মানে আমরা মনে করেছি তাকে খেলানো উচিত। দিনশেষে যদি না খেলাই তাহলে বুঝতে হবে ম্যাচের আরেকটি দৃষ্টিকোণ থেকে ভেবে আমরা এ সিদ্ধান্ত নিয়েছি। ’

‘কোচ হিসেবে আমরা মনে করি, এমনটা ভাবা জরুরি। (না খেলানোর)) কারণ হিসেবে অনেক কিছুই থাকতে পারে। আশা করি, সবকিছু যেন ভালোভাবে যায় এবং আনহেল যেন সম্ভাব্য সেরা উপায়ে অবসর নিতে পারে। ’

সবশেষ কোপা আমেরিকার ফাইনালে দি মারিয়ার গোলেই চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। এরপর বিশ্বকাপে ফাইনালেও গোল করেন এই উইঙ্গার। তাই মেসি আশা করছেন গোল করেই অবসরে যাবেন দি মারিয়া।

আর্জেন্টিনা অধিনায়ক বলেন, ‘কে জানে, হয়তো ফাইনালে সে আবারও গোল করবে, যেমনটা সে আগের খেলা সবগুলো ফাইনালে করেছে। তা অসাধারণ লাগবে। আমরা সবসময় তাকে বলেছি, যদি সবকিছু ঠিকঠাক যায়, তাহলে সামনে আমাদের প্লে-অফ ম্যাচ আছে। তবুও সে তার সিদ্ধান্তে অনড় এবং কোনোকিছুই তা বদলাতে পারবে না

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ