বুধবার, ২১ মে ২০২৫
spot_img
শিরোনাম

শেখ হাসিনার অবৈধ সম্পদের অনুসন্ধানে দুদক

অনলাইন ডেস্ক

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (১৮ মে) দুদক সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

সূত্র জানায়, অনুসন্ধান শুরু করার সিদ্ধান্তের পর ওইদিনই দুদক অনুসন্ধানকারী একটি দল গঠন করে। দলের নেতৃত্বে আছেন দুদকের উপ-পরিচালক মাসুদুর রহমান। তার অধীনে গঠিত দলটি শেখ হাসিনার স্থাবর ও অস্থাবর সম্পদের হিসাব, আয়কর নথি এবং আর্থিক লেনদেনের বিভিন্ন দিক খতিয়ে দেখবে।

এছাড়া বার্জ মাউন্টেড বিদ্যুৎ প্রকল্পে দুর্নীতির অভিযোগে দায়েরকৃত মামলাটি আবারও সচল করার উদ্যোগ নিয়েছে দুদক। মামলার শুনানি আগামী ১৫ জুলাই অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

শেখ হাসিনার বিরুদ্ধে পূর্বাচল প্লট বরাদ্দ নিয়ে জালিয়াতির মামলায় চার্জশিট দেওয়ার পর আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করেছে। মামলায় শেখ হাসিনা, তার বোন শেখ রেহানার পরিবারের সদস্য, সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, প্রধানমন্ত্রীর প্রাক্তন একান্ত সচিব সালাউদ্দিন এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ১৪ কর্মকর্তার নাম উল্লেখ করা হয়।

চলমান আরও কয়েকটি অনুসন্ধানে রয়েছে বিদেশে অর্থ পাচার, বড় প্রকল্পের অর্থ আত্মসাৎ এবং বিমানবন্দর উন্নয়ন প্রকল্পের নামে হাজার হাজার কোটি টাকার লুটপাট। এসব অভিযোগের অনুসন্ধানে শেখ হাসিনা ছাড়াও সাবেক বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী ও মন্ত্রণালয়ের সাবেক সচিব মোকাম্মেল হককেও জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছে দুদক।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ