বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
spot_img
শিরোনাম

শিব পার্বতীর মিলন ও নিমাই সন্ন্যাস নাটকে ভক্তদের উচ্ছ্বাস

নিজস্ব প্রতিবেদক

উত্তর রাউজান পূর্ব ডাবুয়া সার্বজনীন শ্রী শ্রী শিব মন্দিরের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গীতা পাঠ, মহতী ধর্মসভা ও অষ্টপ্রহরব্যাপী মহানাম যজ্ঞ সংকীর্তন অনুষ্ঠিত হয়েছে। ৩১ জানুয়ারি, ১ ও ২ ফেব্রুয়ারি (শুক্র, শনি ও রবিবার) তিন দিনব্যাপী আয়োজনে মঙ্গল আরতি, প্রদীপ প্রজ্জ্বলনসহ নানা ধর্মীয় কার্যক্রম অনুষ্ঠিত হয়।

গীতা পাঠ পরিবেশন করেন লোকনাথ সেবাশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী উজ্জ্বলানন্দ ব্রহ্মচারী। ধর্মীয় বৈদিক নাটক “শিব পার্বতীর মিলন ও নিমাই সন্ন্যাস” পরিবেশন করে জয় মা কালী সাংস্কৃতিক গোষ্ঠী। মহানাম যজ্ঞের শুভ অধিবাস করেন শ্রীমৎ প্রিয়ব্রত গোস্বামী (তনু)। ভোগারতি নিবেদন করেন বিপ্লব চক্রবর্তী।

রাত ১টায় কৃষ্ণ লীলা প্রদর্শনী করেন ব্রজ কিশোরী সম্প্রদায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রী বিপ্লব কুমার দে, শ্রী রাজু চৌধুরী। মহোৎসব উদযাপন পরিষদের সভাপতি ছিলেন শ্রী সুদীপ কান্তি দে এবং সাধারণ সম্পাদক ছিলেন শ্রী রুপক দে (শিবু)।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাউজান পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি শ্রী টিপু দে, সুমন দে, রনি দে, লিটন দে, ঝলক দাস গুপ্ত, নয়ন সরকার, স্বপন দে, সম্মানিত উপদেষ্টা প্রদীপ কান্তি দে, স্বপন দে, শম্ভু ঘোষ, কৃষ্ণ ঘোষ, খোকন চৌধুরী, মিলন মজুমদার, বিজয় চৌধুরী, দীলিপ দে (ধনা), সমীর দে, ধনা দে, টুন্টু দে, সুবীর দে প্রমুখ।

মহানাম সংকীর্তন পরিবেশন করেন গৌবিন্দ সম্প্রদায়, নিত্যানন্দ সম্প্রদায়, ব্রজ কিশোরী সম্প্রদায় এবং জয় রাখাল সম্প্রদায়। তিন দিনব্যাপী এই মহোৎসবে দূর-দূরান্ত থেকে আগত হাজার হাজার ভক্তবৃন্দ সমবেত হন।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ