চট্টগ্রাম অঞ্চলের গণমানুষের প্রিয় পত্রিকা ‘দৈনিক শাহ আমানত’ গত ২৫ বছর ধরে তথ্যভিত্তিক সংবাদ প্রকাশ করে আসছে। এই পত্রিকা কখনো কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে মনগড়া সংবাদ পরিবেশন করেনি। যত সংবাদ প্রকাশিত হয়েছে, তা সবই তথ্য ও নথিভিত্তিক। শতভাগ পেশাদারিত্ব বজায় রেখে মাঠপর্যায়ে কাজ করার ফলে এ অঞ্চলের মানুষের আন্তরিকতা ও ভালোবাসা অর্জন করেছে দৈনিক শাহ আমানত।
পাঠকের আস্থা, বিশ্বাস ও ভালোবাসায় দৈনিক শাহ আমানত গণমানুষের প্রিয় দৈনিক হিসেবে সবার হৃদয়ে স্থান করে নিয়েছে। পত্রিকার নামের সঙ্গে একধরনের ভক্তি, শ্রদ্ধা এবং আবেগ জড়িয়ে আছে।
চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানাধীন লিংক রোডের ২৪ গার্ডেনভিউ রেস্টুরেন্টে বুধবার বেলা ১২টায় দৈনিক শাহ আমানত পত্রিকার দায়িত্ব হস্তান্তর, প্রতিনিধি সম্মেলন ও ইংরেজি নববর্ষের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পত্রিকার প্রধান উপদেষ্টা সম্পাদক হুমায়ুন কবিরের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন দৈনিক শাহ আমানত পত্রিকার প্রতিষ্ঠাতা আলহাজ্ব ফরিদ উদ্দিন, নির্বাহী সম্পাদক এম এ কাইয়ুম, পত্রিকার প্রকাশক ও সম্পাদক মো. শামসুল কবির শাহীন এবং বার্তা সম্পাদক নজরুল ইসলাম।
স্টাফ রিপোর্টার রতন বড়ুয়ার সঞ্চালনায় প্রতিনিধিদের মধ্যে বক্তব্য রাখেন হাটহাজারী প্রতিনিধি জাহেদুল ইসলাম, সীতাকুণ্ড প্রতিনিধি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, রাঙ্গুনিয়া প্রতিনিধি তৈয়বুল ইসলাম, রাউজান প্রতিনিধি মিলন বৈদ্য শুভ, পটিয়া প্রতিনিধি আ.ন.ম সেলিম উদ্দিন চৌধুরী, কর্ণফুলী প্রতিনিধি মোহাম্মদ ওসমান হোসেন, আনোয়ারা প্রতিনিধি এনামুল হক নাবিদ, বাঁশখালী প্রতিনিধি দিদার হোসেন, চন্দনাইশ প্রতিনিধি আমিনুল ইসলাম রুবেল এবং জিয়া উদ্দিন।
আলোচনা সভা শেষে দৈনিক শাহ আমানত পত্রিকার আনুষ্ঠানিক দায়িত্ব আলহাজ্ব ফরিদ উদ্দিন থেকে মো. শামসুল কবির শাহীনকে হস্তান্তর করা হয়।
সবশেষে বাংলাদেশ টেলিভিশন ও বেতারের জনপ্রিয় কণ্ঠশিল্পী চন্দনা চক্রবর্ত্তী, কণ্ঠশিল্পী মৌ চৌধুরী এবং চ্যানেল আই সেরা কণ্ঠ তারকা জুয়েল দ্বীপের পরিবেশনায় গান গেয়ে অনুষ্ঠানের উপস্থিত সবাইকে মাতিয়ে তোলা হয়।