বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
spot_img
শিরোনাম

শারজাহতে জাঁকজমকপূর্ণ বাঙালি মিলন মেলা অনুষ্ঠিত

মোঃ ওসমান চৌধুরী, সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি।

প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে দেশীয় সংস্কৃতির সঙ্গে উৎসাহিত করতে আরব আমিরাতে বাঙালি প্রবাসীরা আয়োজন করেছে বাৎসরিক মিলন মেলা। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দিনব্যাপী শারজাহ ন্যাশনাল পার্কে অনুষ্ঠিত এ আয়োজন ছিল জাঁকজমকপূর্ণ।

আরব আমিরাতের বিভিন্ন প্রদেশ থেকে আগত প্রবাসীদের সমাগমে মুখর হয়ে ওঠে মিলন মেলা। এতে ছোট-বড় সবার জন্য ছিল বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যের নানা ধরনের খেলাধুলার আয়োজন।

খেলাধুলা শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ। এরপর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান, যা দর্শকদের মন মাতিয়ে তোলে। স্থানীয় শিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনা দেশীয় বিনোদনের বাড়তি উন্মাদনা সৃষ্টি করে। শিল্পীদের সঙ্গে দর্শকরাও নেচে-গেয়ে আনন্দে মাতিয়ে রাখেন পার্কের পুরো পরিবেশ।

প্রবাসী পরিবারের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো, যা পুরো আয়োজনকে আরও দৃষ্টিনন্দন করে তোলে।

অনুষ্ঠানের শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ