শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
spot_img
শিরোনাম

শামসুন্নাহার হলের সাবেক সহ-সভাপতি নিশিতা নদী গ্রেফতার

অনলাইন ডেস্ক

নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শামসুন্নাহার হল শাখার সাবেক সহ-সভাপতি নিশিতা ইকবাল নদীকে গ্রেফতার করা হয়েছে। গতকাল শনিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় ধানমন্ডি-৩২ নম্বর এলাকায় নিরাপত্তা বেষ্টনি অতিক্রম করে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর চেষ্টার সময় দুই নারীকে জনতা পুলিশের হাতে তুলে দেয়।

সূত্রে জানা যায়, ঢাবি নেত্রী নিশিতা ইকবাল নদী শুক্রবার ধানমন্ডি এলাকায় ছাত্রলীগের একটি ঝটিকা মিছিলের নেতৃত্ব দিয়েছিলেন।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) অতিরিক্ত কমিশনার রেজাউল মল্লিক জানান, নিশিতা ইকবাল নদীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সুনির্দিষ্ট অভিযোগ ও তথ্যের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার সন্ধ্যায় ধানমন্ডি-৩২ নম্বরের নিরাপত্তা বেষ্টনি পেরিয়ে দুই নারী বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর চেষ্টা করলে স্থানীয় জনতার সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয়। পরে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়। এদের একজন মডেল ও চিত্রনায়িকা মিষ্টি সুভাষ এবং অপরজন নিলুফার ইয়াসমিন। জনতা পরে তাদের ধানমন্ডি মডেল থানার পুলিশের কাছে হস্তান্তর করে।

উল্লেখ্য, মিষ্টি সুভাষ এর আগেও বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে শেখ হাসিনার জন্মদিন উদযাপন উপলক্ষে কেক কাটার সময়ও তিনি বিতর্কের মুখে পড়েন।

রমনা বিভাগের এডিসি ইলিয়াস কবীর জানান, নিষিদ্ধ সংগঠনের কেউ অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া ঝটিকা মিছিলে জড়িত অন্যদের গ্রেফতারের প্রচেষ্টা চালানো হচ্ছে।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ