চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজার নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে বাজার মনিটরিং কার্যক্রম চালাচ্ছে উপজেলা প্রশাসন।
সোমবার (৩ মার্চ) বিকালে উপজেলার শান্তিরহাট ও রোয়াজারহাট বাজারে অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে তিন দোকানকে ২৪ হাজার টাকার অর্থদণ্ড দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান এ অভিযান পরিচালনা করেন। অভিযানে সহায়তা করে রাঙ্গুনিয়া থানা পুলিশ।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, রমজান মাসে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে রাখতে বাজার পরিস্থিতি নিয়মিত মনিটরিং এবং সংশ্লিষ্টদের মধ্যে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নিয়মিত এই অভিযান চালানো হচ্ছে। সোমবারের অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর বিভিন্ন ধারায় মোট তিনটি প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। এ সময় রমজান মাসে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করা হয়।