রবিবার, ৩১ আগস্ট ২০২৫
spot_img
শিরোনাম

শান্তিময় বিহারে “অষ্টপরিষ্কার দান ও সংঘদান” আয়োজিত

নিজস্ব প্রতিবেদক, রাউজান চট্রগ্রাম

রাউজান উপজেলার উরকিরচর ইউনিয়নের পূর্ব আবুরখীল তালুকদার পাড়ায় বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার ১৭তম সংঘনায়ক দ্যুবরাজ মহাস্থবির কর্তৃক প্রতিষ্ঠিত প্রাচীনতম বৌদ্ধ বিহার শান্তিময় বিহারের নবরূপকার, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার উপদেষ্টা কর্মবীর অধ্যক্ষ প্রয়াত ভদন্ত প্রজ্ঞানন্দ মহাথের মহোদয়ের ১৭তম প্রয়াণ দিবস উপলক্ষে “অষ্টপরিষ্কার দান ও সংঘদান” এবং স্মরণ সভায় বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার পাঁচ গুণী বৌদ্ধ ভিক্ষুকে সংবর্ধিত করা হয়েছে।

কর্মবীর প্রজ্ঞানন্দ মহাথেরের নিজ বাড়িতে আয়োজিত এই স্মরণ সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার উপ-সংঘনায়ক রতনশ্রী মহাথের।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সহ-উপসংঘনায়ক শিক্ষক সুনন্দ মহাথের।

স্মরণ সভা উদ্বোধন করেন শান্তিময় বিহারের অধ্যক্ষ বুদ্ধানন্দ থের।

ভদন্ত শাসনমিত্র ভিক্ষুর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন শান্তিময় বিহার পরিচালনা কমিটির সভাপতি রূপতি রঞ্জন বড়ুয়া।

শুভেচ্ছা বক্তব্য রাখেন রাউজান প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ও প্রজ্ঞানন্দ স্মৃতি সংসদের সাবেক সভাপতি সাংবাদিক রতন বড়ুয়া।

স্মরণ সভায় প্রধান ধর্মদেশকের আসন গ্রহণ করেন ড. প্রিয়দর্শী মহাথের এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক বিপুলানন্দ মহাথের, বিদর্শন সাধক ভদন্ত সচ্ছিতানন্দ মহাথের, ভদন্ত ধর্মানন্দ মহাথের, সুখানন্দ থের, করুণাপ্রিয় থের, ধর্মানন্দ ভিক্ষু, মেত্তাশ্রী ভিক্ষু, জ্ঞানপাল ভিক্ষু, শুভানন্দ ভিক্ষু, রতনানন্দ ভিক্ষু ও শ্রদ্ধানন্দ ভিক্ষু।

সংবর্ধিত গুণীজনরা হলেন; বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার উপ-সংঘনায়ক ভদন্ত রতনশ্রী মহাথের; সহ-উপসংঘনায়ক শিক্ষাবিদ সুনন্দ মহাথের; বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সভাপতি জ্ঞানানন্দ মহাথের; ভদন্ত পূর্ণানন্দ মহাথের; ভদন্ত করুণাশ্রী মহাথের

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ