বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
spot_img
শিরোনাম

শহীদ অ্যাডভোকেট আলিফের কবর জিয়ারত ও পরিবারের প্রতি সমবেদনা জানালেন নোবিপ্রবি উপাচার্য

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের লোহাগাড়ার সন্তান শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের পরিবারের পাশে দাঁড়িয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য ও রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেডের (আরপিজিসিএল) পরিচালনা পর্ষদের পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।

বিকালে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের ফারাঙ্গা এলাকায় শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত ও পরিবারের সদস্যদের সাথে দেখা করে সমবেদনা জ্ঞাপন করেন তিনি। পরে নিহত শহীদ আলিফের অবুঝ শিশু কন্যা তাজকিয়ার হাতে নগদ অর্থ প্রদান করেন।

এসময় ড. মুহাম্মদ ইসমাইল, অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ড জঘন্য ও নিন্দনীয় বলে মন্তব্য করেন। তিনি আরো বলেন, ৫ আগস্টের বৈষম্য বিরোধী আন্দোলনের ফসল সকল ধর্ম বর্ণ নির্বিশেষে দেশের মানুষ ভোগ করবে। কোন অবস্থাতেই মারামারি, হানাহানি, দাঙ্গা -হাঙ্গামা কাম্য নয়। হত্যাকারীদের বিচার করে আইনের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জন্য সরকারের নিকট আহ্বান জানান।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ