ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে মূল্যস্ফীতির সঠিক পরিসংখ্যান সাধারণ মানুষকে জানানো হয়নি এবং তা বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে, এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
রোববার (১৫ ডিসেম্বর) রিসার্চ অ্যান্ড পলেসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্ট আয়োজিত এক কর্মশালায় তিনি এ মন্তব্য করেন।
প্রেস সচিব আরও বলেন, বর্তমান সরকার মূল্যস্ফীতির সঠিক পরিসংখ্যান দিয়ে বাজার নিয়ন্ত্রণে কাজ করছে।
আলোচনায় অংশ নিয়ে অর্থনীতিবিদরা বলেন, শেখ হাসিনা সরকারের অদূরদর্শী উদ্যোগের কারণে নিত্যপণ্যের দাম বেড়ে গেছে। তবে তখন দায় চাপানো হয়েছে ইউক্রেন-রাশিয়া যুদ্ধের ওপর, যা বৈশ্বিক পরিস্থিতির জন্য দায়ী বলে দাবি করা হয়েছিল।
কর্মশালায় আলোচনা হয়, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে দ্রুত পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তার ওপর। বক্তারা বলেন, যোগান বাড়ানোর পাশাপাশি বাজারে তদারকি জোরদার করতে হবে।